Mimi Streaming Update: জন্মদিনের আগেই মুক্তি পেল কৃতির মা হওয়ার গল্প 'মিমি'
গ্রামের এক মেয়ে সারোগেসি পদ্ধতিতে মা হওয়া নিয়ে আবর্তিত হয়েছে লক্ষণ উতেকর পরিচালিত 'মিমি' গল্প। আজ নেটফ্লিক্সে মুক্তি পেল কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'মিমি'
মুম্বই: ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারে যেন গোটা গল্পটাই বলে দিয়েছিলেন পরিচালক। আর তারপর দর্শকের মন কেড়েছিল 'পরম সুন্দরী' গানের জমাটি তাল। গ্রামের এক মেয়ে সারোগেসি পদ্ধতিতে মা হওয়া নিয়ে আবর্তিত হয়েছে লক্ষণ উতেকর পরিচালিত 'মিমি' গল্প। আজ নেটফ্লিক্সে মুক্তি পেল কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'মিমি'।
সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হওয়া কী, জানতেন না গল্পে কৃতির চরিত্র মিমি। তাঁর কাছে এক বিদেশি জুটির সন্তানের মা হওয়ার প্রস্তাব নিয়ে আসেন পঙ্কজ ত্রিপাঠি। প্রথমটা রাজি হয়নি মিমি। বাড়িতে কী বলবেন.. ফিগার নষ্ট হয়ে যাবে না তো... হাজার দোটানা কাটিয়ে অবশেষে রাজি হয়ে যায় মিমি। ২০ লাখ টাকার বিনিময়ে নিজের গর্ভ ভাড়া দিয়ে রাজি হয়ে যান মিমি। সময় পেরোয়, মিমির গর্ভে বড় হয়ে উঠতে থাকে অন্য কারও সন্তান। মজা ও পরিস্থিতির টানাপোড়েনে এগোতে থাকে গল্প। কিন্তু এরপরে গল্প মোড় নেয় অন্যদিকে। বিদেশি ওই দম্পতি অস্বীকার করেন বাচ্চাকে নিতে। কিন্তু গর্ভপাত করতে নারাজ মিমি। শুরু হয় মানসিক টানাপোড়েন, পারিবারিক সমস্যা, দ্বন্ধ। অবশেষে জন্ম নেয় মিমির গর্ভে পালিত হওয়া সেই সন্তান।
এই ছবির জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি শ্যানন। অভিনেত্রী জানিয়েছেন, কম সময়ে অতটা ওজন বৃদ্ধির জন্য তাঁকে অনেক খাওয়াদাওয়া করতে হয়েছিল। সেইসময় প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খেতেন তিনি। তবে এখন আবার ঘাম ঝরিয়ে পুরনো চেহারায় ফিরছেন কৃতি।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে পরিবারের সবাইকে নিয়ে 'মিমি' ছবিটি দেখার আবেদন করেন পঙ্কজ ত্রিপাঠি। শুধু তাই নয়, তিনি দর্শকদেরও পরিবারের অংশ বলে উল্লেখ করেন। আগামীকাল ছবির মিমি ওরফে কৃতি শ্যাননের জন্মদিন। ছবির প্রযোজক ও নায়িকার জন্মদিনের আগেই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল কমেডিতে ও টানাপোড়েনে মোড়া এক মেয়ের মা হওয়ার গল্প 'মিমি'।