Mamata Banerjee:'ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন', বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: নারীর ক্ষমতায়নে বাংলা এক নম্বরে: মুখ্যমন্ত্রী। 'অনেকে জানতে চায় এই সম্মেলন করে কী লাভ?' 'আমাদের দেখে বাকিরাও বাণিজ্য সম্মেলন করছে'। 'ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন'। বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর । 'আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ'। 'বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে'। 'ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে'। 'এখন বাংলায় ধর্মঘটের সেই সংস্কৃতি নেই'। 'দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা'। 'আগে শুধুই লোডশেডিং হত, এখন আর হয় না'। '১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য'। শিল্পের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের ঘোষণা। 'তৈরি দেউচা-পাচামি কয়লা খনি, চাইলে কাল থেকেই কাজ শুরু'। '১ লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ, বীরভূমের মানুষকে এজন্য ধন্যবাদ'। ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন: মুখ্যমন্ত্রী । 'ডানকুনি থেকে কোচবিহার-তৈরি হবে ফ্রেট করিডর'। বললেন মমতা।

















