Mimi trailer released: 'মিমি'-র চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি শ্যানন
৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারে যেন গোটা গল্পটাই বলে দিয়েছেন পরিচালক। গ্রামের এক মেয়ে সারোগেসি পদ্ধতিতে মা হওয়া নিয়ে আবর্তিত হয়েছে গল্প। মুক্তি পেল কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'মিমি'-র ট্রেলার।
![Mimi trailer released: 'মিমি'-র চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি শ্যানন Mimi trailer released : Kriti Sanon, Pankaj Tripathi film of MiMi will release on Netflix on July 30 Mimi trailer released: 'মিমি'-র চরিত্রে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি শ্যানন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/caee1eee2b5430e2ba6f93263c693e4a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ৩ মিনিট ৩ সেকেন্ডের ট্রেলারে যেন গোটা গল্পটাই বলে দিয়েছেন পরিচালক। গ্রামের এক মেয়ে সারোগেসি পদ্ধতিতে মা হওয়া নিয়ে আবর্তিত হয়েছে গল্প। মুক্তি পেল কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত 'মিমি'-র ট্রেলার।
সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হওয়া কী, জানতেন না গল্পে কৃতির চরিত্র মিমি। তাঁর কাছে এক বিদেশি জুটির সন্তানের মা হওয়ার প্রস্তাব নিয়ে আসেন পঙ্কজ ত্রিপাঠি। প্রথমটা রাজি হয়নি মিমি। বাড়িতে কী বলবেন.. ফিগার নষ্ট হয়ে যাবে না তো... হাজার দোটানা কাটিয়ে অবশেষে রাজি হয়ে যায় মিমি। ২০ লাখ টাকার বিনিময়ে নিজের গর্ভ ভাড়া দিয়ে রাজি হয়ে যান মিমি। সময় পেরোয়, মিমির গর্ভে বড় হয়ে উঠতে থাকে অন্য কারও সন্তান। মজা ও পরিস্থিতির টানাপোড়েনে এগোতে থাকে গল্প। কিন্তু এরপরে গল্প মোড় নেয় অন্যদিকে। বিদেশি ওই দম্পতি অস্বীকার করেন বাচ্চাকে নিতে। কিন্তু গর্ভপাত করতে নারাজ মিমি। শুরু হয় মানসিক টানাপোড়েন, পারিবারিক সমস্যা, দ্বন্ধ। অবশেষে জন্ম নেয় মিমির গর্ভে পালিত হওয়া সেই সন্তান।
এই ছবির জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতি শ্যানন। অভিনেত্রী জানিয়েছেন, কম সময়ে অতটা ওজন বৃদ্ধির জন্য তাঁকে অনেক খাওয়াদাওয়া করতে হয়েছিল। সেইসময় প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খেতেন তিনি। তবে এখন আবার ঘাম ঝরিয়ে পুরনো চেহারায় ফিরছেন কৃতি।
ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে পঙ্কজ ত্রিপাঠির অভিনয়। ট্রেলারেই শুরুই হচ্ছে তাঁর ডায়লগ দিয়ে। পরতে পরতে মজা জড়িয়েই এগিয়েছে গল্প। রয়েছে মানসিক টানাপোড়েন ও এক মায়ের স্নেহ। গর্ভে অন্য কারও সন্তান, তবু যেন মাতৃত্ব অনুভব করছে মিমি। সেই মনস্বত্ত্বকেও ফুটিয়ে তোলা হয়েছে গল্পে। ট্রেলারে রইল সেই আভাসও।
সম্প্রতি 'মিমি' ছবিতে কৃতির লুক প্রকাশ্যে এসেছিল। অন্তঃস্বত্ত্বা অবস্থায় কৃতিকে দেখে অবাক হয়েছিলে অনেকেই। তবে পরে দেখা যায়, আসল নয়, কেবল ছবির চরিত্রের স্বার্থেই নয়া অবতার কৃতির।
নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)