Mira Rajput: দীপাবলির আলোকসজ্জা মুম্বই জুড়ে, উৎসব ছেড়ে পাহাড়ে পাড়ি শাহিদ পত্নীর!
Mira Rajput Update: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন মীরা। যা দেখে সহজেই আন্দাজ করা যায়, মুম্বই নয়, দূরের কোনও পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি

মুম্বই: গোটা বলিউড যখন দীপাবলির উদযাপনে ব্যস্ত, তখন মীরা রাজপুত (Mira Rajput) বেছে নিলেন পাহাড়। যখন একের পর এক পার্টির আয়োজন হচ্ছে বলিউডে, ঝলমলে সাজে সেখানে নজর কাড়ছে সব তারকাজুটি, তখন নিজের সোশ্যাল মিডিয়ায় অনেক দূরের ঠিকানার ভিডিও শেয়ার করে নিলেন শাহিদ কপূরের পত্নী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন মীরা। যা দেখে সহজেই আন্দাজ করা যায়, মুম্বই নয়, দূরের কোনও পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি। ক্যাপশানে উৎসবের কথাও উল্লেখ করেছেন মীরা। যদিও নিজের ছবি শেয়ার করে নেননি মীরা। ভিডিওটি দেখে আন্দাজ করা যায়, তিনি পাহাড়ে হাইকিং করতে করতে এই ভিডিওটি শ্যুট করেছেন।
আরও পড়ুন: Top Entertainment: সর্বকালের সেরা ভারতীয় ছবি 'পথের পাঁচালি', 'কথামৃত'-র পোস্টার, বিনোদনের সারাদিন
তবে কার সঙ্গে মীরা পাহাড়ে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সদ্য শাহিদের সঙ্গে ইউরোপে লম্বা ছুটি কাটিয়ে এসেছেন মীরা। তবে এই সফরে তাঁর সঙ্গী শাহিদ কি না তা এখনও জানা যায়নি। নিজের সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত কোনও ছবি শেয়ার করেননি শাহিদ। হামেশাই বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে যান মীরা। হতেই পারে এই সফরে মীরার সঙ্গী বন্ধু বা তাঁর পরিবারের কেউ।
View this post on Instagram






















