Shahid Kapoor: শাহিদ কপূর কী বাস্তবেও 'জব উই মেট'-এর 'আদিত্য'? কী বলছেন স্ত্রী মীরা?
Mira Rajput on Shahid Kapoor: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে শাহিদ কপূর বলেছিলেন, মীরা রাজপুত নাকি তাঁকে বলেছিলেন, তিনি একটা সময়ে ভাবতেন, শাহিদ বোধহয় ব্যক্তিগত জীবনেও আদিত্যরই মতো'

কলকাতা: পর্দায় তাঁকে দেখে অনেকেই মনে করেছিলেন, মনের মানুষটা বোধহয় হওয়া উচিত এমনই। চোখে চশমা, সরল হাসি আর মাটিতে পা রেখে চলার স্বভাব। 'জব উই মেট' ছবির আদিত্য (Aditya)-কে দেখে ভেসেছিলেন অনেক তরুণীই। আর সেই চরিত্রেই অভিনয় করেছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। পর্দায় তাঁর সেই সংবেশনশীল চরিত্রের মতো পুরুষ নারীরা বোধহয় আজও চান তাঁদের জীবনসঙ্গী হিসেবে। তবে বাস্তবের শাহিদ কপূর কী সত্যিই আদিত্যর মতোই? সেই উত্তর দিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে শাহিদ কপূর বলেছিলেন, মীরা রাজপুত নাকি তাঁকে বলেছিলেন, তিনি একটা সময়ে ভাবতেন, শাহিদ বোধহয় ব্যক্তিগত জীবনেও আদিত্যরই মতো। তবে বিয়ে করার পরে এই ভুল ভেঙ্গে যায় মীরার। সেই কথা তিনি বলেওছিলেন, শাহিদকে। মীরার কথায়, 'আমি ভেবেছিলাম তুমি বোধহয় ব্যক্তিগত জীবনেও আদিত্যর মতোই। কিন্তু তুমি তো বিন্দুমাত্রও আদিত্যের মতো নয়। তবে হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, তুমি কবীর সিংহের মতো ও অন্তত নয়।'
২০১৫ সালে বিবাহ হয় শাহিদ কপূর ও মীরা রাজপুতের। মীরার সঙ্গে রুপোলি পর্দার কোনও সম্পর্ক ছিল না। সম্ভবত সেই কারণেই মীরার সঙ্গে বিবাহে রাজি হয়েছিলেন শাহিদ। তিনি চেয়েছিলেন, রুপোলি পর্দার বাইরে থেকে কেউ তাঁকে পৃথিবীটাকে চিনতে শেখাক। আর বাকিটা ইতিহাস। শাহিদ মীরার সম্পর্ক যেন কাঁঠালের আঠা। এই ভাঙনের যুগেও পাশাপাশি থেকেছেন তাঁরা। পেরিয়ে এসেছেন সমস্ত চড়াই উৎরাই। মীরা ও শাহিদের দুই সন্তান রয়েছে। যদিও এখন রুপোলি পর্দার সঙ্গে যোগ রয়েছে মীরার। হামেশাই মার্জার সরণীতে দেখা যায় তাঁকে। ফিটনেসে বলি নায়িকাদের রীতিমতো টক্কর দিতে পারেন মীরা। তবে কখনও অভিনয়ে আসার চেষ্টাই করেননি মীরা।
অন্যদিকে, একটা সময়ে করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) সঙ্গে সম্পর্ক ছিল শাহিদ কপূরের (Shahid Kapoor)। তবে 'জব উই মেট' ছবিটি হওয়ার সময়েই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপরে আর একসঙ্গে জুটি বাঁধেননি তাঁরা। বর্তমানে তাঁদের মধ্যে কথাবার্তাও হয় না। সদ্য একটি স্কুলের অনুষ্ঠানে একই ফ্রেমে দেখা গিয়েছিল শাহিদ করিনাকে। দুজনেই সেখানে এসেছিলেন তাঁদের ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখতে। তবে এক অনুষ্ঠানে থাকলেও তাঁদের কথা বলতে দেখা যায়নি।
আরও পড়ুন: Mahakumbh 2025: মৌনী অমাবস্যায় বাবার সঙ্গে মহাকুম্ভে শ্রীমা, কী অভিজ্ঞতা হল অভিনেত্রীর?






















