এক্সপ্লোর
Advertisement
মুক্তি পাওয়ার আগে প্রকাশ্যে ‘মিশন মঙ্গল’-এর দ্বিতীয় ট্রেলার
প্রথম ট্রেলারে সামনে এসেছিল মঙ্গল অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র বিভিন্ন ওঠাপড়ার মুহুর্ত। দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে ছবির বিভিন্ন মজার সিকোয়েন্স।
মুম্বই: ‘পুরি দুনিয়া সে কহো, কপি দ্যাট’ ‘মিশন মঙ্গল’ ছবির প্রথম ট্রেলার সামনে আসার পর, দর্শকদের মন কেড়েছিল এই লাইনটাই। এবার সামনে এল অক্ষয় কুমারের সায়েন্স ফিকসনের নতুন ট্রেলার। অক্ষয় ছাড়াও ছবিতে দেখা যাবে বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিংহ, কীর্তি কুলহারি, নিত্যা মেনেন, শরমন যোশী, এইচ জি দত্তাত্রেয়কে। ফিকসন, আর নাটকীয়তার মোড়কে ভারতের মঙ্গল অভিযানের গল্প বলবে ‘মিশন মঙ্গল’।
প্রথম ট্রেলারে সামনে এসেছিল মঙ্গল অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র বিভিন্ন ওঠাপড়ার মুহুর্ত। দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে ছবির বিভিন্ন মজার সিকোয়েন্স। সেখানে কোথাও অক্ষয় গড় হয়ে প্রনাম করছেন বিদ্যাকে, আবার কখনও মিশন বাতিলের খবর দিয়ে লাড্ডু খাচ্ছেন। অন্যদিকে বিদ্যা রিক্সাচালককে প্রশ্ন করছেন- ‘মার্স যাওগে ভাইয়া?’ কোথাও নির্মল হাস্যরস, আবার কোথাও বারবার ব্যর্থতার হতাশা, অনুভূতি আর বিজ্ঞান মিলে একেবারে জমজমাট ‘মিশন মঙ্গল’ ছবির দ্বিতীয় ট্রেলার।
অক্ষয় কুমার সিনেমায় বিজ্ঞানী রাকেশ ধবনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি মহাকাশযানের উৎক্ষেপনের দায়িত্বে ছিলেন। জগন শক্তি পরিচালিত এই সিনেমার সহ-প্রযোজক ‘প্যাডম্যান’-এর ডিরেক্টর আর বল্কি। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘মিশন মঙ্গল’। আর তার আগেই পরপর জমাটি এই ট্রেলার দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে বলেই আশা টিম ‘মিশন মঙ্গল’-এর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement