Mithu Chakraborty: ছোট করে ছেঁটে ফেলেছেন চুল, চোখেমুখে অসুস্থতার ছাপ.. কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?
Mithu Chakraborty News: আজ গৌরব চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিনটি পালন করার জন্য গোয়ায় গিয়েছেন ঋদ্ধিমা ও গৌরব

কলকাতা: ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা যায় না তাঁকে। কেমন আছেন তিনি এই খবর জানতে চান অনুরাগীরা। তবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনও তথ্য দিতে নারাজ মিঠু চক্রবর্তী। তবে ছেলে গৌরব চক্রবর্তী ও বৌমা ঋদ্ধিমা ঘোষের প্রোফাইলে হামেশাই দেখা মেলে তাঁর। বিভিন্ন উৎসব অনুষ্ঠান তাঁরা কাটান একসঙ্গেই। আর সেই কারণেই, অনুরাগীরা জানতে পারেন, কেমন আছেন মিঠু চক্রবর্তী। সদ্যই, গৌরব চক্রবর্তীর জন্মদিনে দেখা মিলল মিঠু চক্রবর্তীর।
আজ গৌরব চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিনটি পালন করার জন্য গোয়ায় গিয়েছেন ঋদ্ধিমা ও গৌরব। সঙ্গে গোটা পরিবার। সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীও। এর আগে মিঠু চক্রবর্তীর যে ছবিগুলি দেখা গিয়েছিল, সেখানে তাঁকে দেখা গিয়েছিল টুপি পরে। তবে আজ প্রথমবার টুপি খুলে সামনে এসেন তিনি। একেবারে ছোট করে চুল ছেঁটে ফেলেছেন তিনি। চোখেমুখে অসুস্থতার ছাপ, তবে তাঁর মুখে লেগে রয়েছেন হাসি। সম্ভবত এই ছোট করে চুল ছেঁটে ফেলার কারণেই এতদিন টুপি পড়ে প্রকাশ্যে আসতেন তিনি। চিকিৎসা চলছে অভিনেত্রীর। কেমোর কারণেই তাঁকে চুল কেটে ফেলতে হয়েছে সম্ভবত।
সোশ্যাল মিডিয়ায় আজই একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। সেখানে দেখা যাচ্ছে, গৌরবের জন্মদিন পালন করছেন সবাই। কেক আনা হয়েছে। কেকে বাবা লেখা। এখন গৌরব আর ঋদ্ধিমার জীবনে এসেছে ছোট্ট ধীর। এখন তাঁকে ঘিরেই গৌরব আর ঋদ্ধিমার সংসার। একরত্তি ধীরও উপস্থিত ছিল বাবার জন্মদিন উদযাপনে। সমুদ্রের ধারে দেখা যাচ্ছে, পানীয়ের গ্লাস রাখা, আর রাখা ছোট্ট ধীরের জলের বোতল। অর্থাৎ একসঙ্গেই সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রের ধারে কখনও ধীরের সঙ্গে সূর্যাস্ত দেখছেন তাঁরা। কখনও আবার সমুদ্রের ধারে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। ঋদ্ধিমা পরেছেন সবুজ পোশাক। সাদা পোশাক পরেছেন গৌরব।
সদ্যই 'গল্পের পার্বণ'-এ এসেছিলেন গৌরব ও ঋদ্ধিমা।
View this post on Instagram






















