Mithun Chakraborty: সিনেমা জগতে অসামান্য অবদান, দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty News: ৮ অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।' ওই দিন ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে।
কলকাতা: 'দাদাসাহেব ফালকে' সম্মানে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছেন এই খবর। সিনেমায় তাঁর অনন্য অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, 'মিঠুনদার সিনেমার সফর চিরকাল একটা উদাহরণ হয়ে থেকে যাবে, মানুষকে উৎসাহিত করবে। ঘোষণা করতে গর্ববোধ করছি যে এই বছর দাদাসাহেব ফালকের সিলেক্সসন জুড়ি প্রবীণ এই অভিনেতাকে তাঁর সিনেমার জগতে অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া স্থির করেছে। ৮ অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।' ওই দিন ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে। আজ সোশ্যাল মিডিয়ায় এই কথা প্রথম ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণবই। বিভিন্ন মহল বলেছে, বাঙালি হিসাবে মিঠুন চক্রবর্তীর জন্য সবার গর্ব করা উচিত।
সামনেই মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি শাস্ত্রী (Shastri)। সোহম চক্রবর্তী অভিনীত ও প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তাঁর বিপরীতে দেখা যাবে দেবশ্রী রায়কে। দীর্ঘদিন পরে পর্দায় ফিরছে মিঠুন দেবশ্রীর জুটি। অন্যদিনে এই ছবিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্রও থাকছেন। একজন সাধারণ মানুষের হঠাৎ একদিন এক ম্যাজিক দেখা আর তারপরে সেই ম্যাজিককে কেন্দ্র করেই বদলে যাওয়া তাঁর জীবনের গল্প বলবে শাস্ত্রী। এই পুজোয় মুক্তি পাচ্ছে শাস্ত্রী।
অন্যদিকে, সদ্য হাতে চোট লেগেছিল মিঠুন চক্রবর্তীর। সেই চোট নিয়েই তিনি ইতিমধ্যেই ছবির প্রচার সেরে ফেলেছেন। এবার অপেক্ষা ছবিটি মুক্তি পাওয়ার। এর আগে কাবুলিওয়ালা ছবিতে দেখা গিয়েছিল মিঠুনকে। নামভূমিকাতেই ছিলেন তিনি। এই ছবিটিও দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছিল।
Mithun Da’s remarkable cinematic journey inspires generations!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 30, 2024
Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor, Sh. Mithun Chakraborty Ji for his iconic contribution to Indian Cinema.
🗓️To be presented at the 70th National…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।