Mitin Mashi: শীতের ছুটিতে পর্দায় ফের মিতিন মাসি, এবার কোয়েল নিয়ে আসছেন কী কী চমক?
Mitin Ekti Khunir Shondhane: আজ প্রকাশ্যে এল, মিতিন মাসি-তে কোয়েলের নতুন লুক

কলকাতা: এই শীতেই ফের পর্দায় গল্প শোনাতে আসছে, মিতিন মাসি। নতুন সিনেমা নিয়ে আসছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। ফের মিতিন মাসির গল্প নিয়ে, ক্রিসমাসে আসছেন কোয়েল। আজ প্রকাশ্যে এল, মিতিন মাসি-তে কোয়েলের নতুন লুক। এর আগেও, মিতিনের ভূমিকায় ভালবাসা পেয়েছেন কোয়েল, ছবির পরিচালনায় অরিন্দম শীল (Arindam Sil)। প্রযোজনা সংস্থা সুরিন্দরস্ ফিল্মস।
সদ্য মুক্তি পেয়েছে, কোয়েল মল্লিকের নতুন সিনেমা 'স্বার্থপর'। এই সিনেমার জন্য, দীর্ঘদিন পরে বড়পর্দায় একসঙ্গে কাজ করলেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। এই সিনেমায় ছিলেন কৌশিক সেন-ও। প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য ব্যবসা করেছে এই সিনেমা। দর্শকদের মধ্যে প্রশংসা ও পেয়েছে। ভাই-বোনের যে রসায়ন ছবি জুড়ে তুলে ধরা হয়েছে, সেই সহজ, সরল অথচ সত্যি গল্পই মন কেড়েছে দর্শকদের। আর এবার, একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। ইতিমধ্যেই দর্শকদের মনে মিতিন মাসির জন্য আলাদা জায়গা রয়েছে। আর এবার, একেবারে নতুন রূপে দেখা যাবে কোয়েলকে। সিনেমার নাম, 'মিতিন একটি খুনির সন্ধানে'।
সদ্য গোটা পরিবারকে নিয়ে পঞ্জাবের স্বর্ণমন্দিরে ঘুরতে গিয়েছিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। কোয়েল বারে বারেই বলেছেন, তিনি পরিবার নিয়ে থাকতে ভালবাসেন। সদ্যই কোয়েলের পরিবারে এসেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল। কোলে এসেছে, একরত্তি মেয়ে কাব্য। মেয়ে আর ছেলেকে নিয়ে, নিসপাল সিংহ রানে ও তাঁর পরিবারের সঙ্গে, কোয়েল উড়ে গিয়েছিলেন অমৃতসর। অনুরাগীরাও কোয়েলের এই গোটা পরিবারের ছবি দেখে ভালবাসা জানিয়েছেন।
এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে, একবার বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে একটি মজার গল্প শুনিয়েছিলেন কোয়েল। বাবা যে নায়ক, সেই ভুল একদিন কোয়েলের ভেঙেছিল টিভির পর্দায় চোখ রেখে। সেই গল্পও শুনিয়েছিলেন কোয়েল। একদিন বসার ঘরের টিভিতে 'কপালকুণ্ডলা' চলছিল। নায়িকা মহুয়ার পাশে ওটা কে? একটু ভাল করে দেখেই কোয়েল চিনতে পারেন মানুষটাকে! তাঁর বাবা! মহুয়ার সঙ্গে! বয়সের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় সবটা। বাবাকে যে টিভির পর্দায় দেখা যায়, ওঁর কাজটা যে সবার থেকে আলাদা সে কথা জানতেই অনেকটা সময় লেগে গিয়েছিল কোয়েলের।
View this post on Instagram






















