এক্সপ্লোর
Advertisement
চেন্নাইয়ের মডেল-ফিল্মমেকার গানাম নায়ার নিখোঁজ, খুঁজে পেতে ফেসবুকের দ্বারস্থ পরিবার
চেন্নাই: দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল এক চেন্নাইবাসী মডেলের নিখোঁজ হওয়ার খবরে। গানাম নায়ার, চেন্নাইবাসী ২৮ বছর বয়সি এই তরুণী পেশায় মডেল এবং চলচ্চিত্রকার। গত ২৬ মে সকালে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন গানাম। তারপর থেকেই আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন তিনি তাঁর টু হুইলার নিয়ে বেরিয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু শেষপর্যন্ত সেদিন আর সেখানে পৌঁছননি গানাম।
গানামের নিখোঁজ হওয়ার খবর তাঁর পরিবারের সদস্যরা ফেসবুকেও পোস্ট করেছেন। সেখানে দেওয়া হয়েছে যোগাযোগের নম্বরও।
তবে নিখোঁজ হওয়ার চারদিন বাদেও গানাম সম্পর্কিত কোনও খবরের সন্ধান এখনও পায়নি পুলিশ। সূত্রের খবর, সব দিক খতিয়ে দেখে গানামের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গানামের মা-বাবা দিল্লির বাসিন্দা। চেন্নাইয়ে নিজের তুতো ভাই-বোনেদের সঙ্গে থাকতেন গানাম। তদন্তে পুলিশ খতিয়ে দেখছে গানাম যে অঞ্চল দিয়ে গেছে, সেই জায়গার সিসিটিভি ফুটেজ, সঙ্গে তাঁর ফেসবুক প্রোফাইলও।
এদিকে গানামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন যে রাস্তা দিয়ে মডেল-ফিল্মমেকার যেতেন, সেই রাস্তা দিয়ে গত ২৬ মে যাননি। এমনকি গানামের তাঁর পরিবারের সদস্যদের কারও সঙ্গে কোনও সমস্যাও ছিল না। মডেল হিসেবে কাজ শুরুর আগে তিনি একটি সাঁলোতে মার্কেটিং ম্যানেজার পদে কাজ করতেন। এরমধ্যেই বহু স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন গানাম।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement