এক্সপ্লোর
পরিচালক মধুর ভাণ্ডারকরকে খুনের ষড়যন্ত্র, ৩ বছরের জেল মডেল প্রীতি জৈনকে

মুম্বই: প্রীতি জৈনকে মনে পড়ে? সেই যে অনামী মডেল পরিচালক মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। মধুরকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে মুম্বইয়ের একটি আদালত তাঁকে ৩ বছরের কারাদণ্ড দিল। প্রীতি অভিযোগ করেছিলেন, ছবিতে সুযোগ দেওয়ার টোপ দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন পেজ থ্রি, ফ্যাশন, চাঁদনি বারের পরিচালক মধুর ভাণ্ডারকর। কিন্তু সুযোগ পাননি তিনি। নিজেকে প্রতারিত বলে দাবি করে ধর্ষণের অভিযোগে ভাণ্ডারকরের বিরুদ্ধে তিনি পুলিশের দ্বারস্থ হন। এ ব্যাপারে তাঁকে পাঠানো এসএমএস মেসেজ আদালতে পেশ করেন তিনি। এরপর ২০০৫ সালে ভাণ্ডারকরকে খুনের জন্য সুপারি কিলার ভাড়া করেন প্রীতি। তিনি যোগাযোগ করেন আন্ডারওয়ার্ল্ড ডন অরুণ গাওলির সঙ্গে। কাজ মেটানোর অ্যাডভান্স হিসেবে ৭০,০০০ টাকা দেন গাওলির এক সাগরেদকে। পরে গাওলিরই আর এক সাগরেদ বিষয়টি পুলিশে জানিয়ে দেওয়ায় ঘটনা প্রকাশ্যে আসে। ২০১২ সালে সুপ্রিম কোর্ট ভাণ্ডারকরকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। প্রীতির কেরিয়ার তেমন করে শুরুই হয়নি কখনও। আর চোখে বলিউডের স্বপ্ন নিয়ে মুম্বই আসা মেয়েটি এবার হাজতবাসী হলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















