Mohit Chauhan Concert: কনসার্ট চলাকালীন ভারসাম্য হারালেন, মঞ্চের উপরই মুখ থুবড়ে পড়ে গেলেন গায়ক মোহিত চৌহান, উদ্বেগে অনুরাগীরা
Mohit Chauhan Falls on Stage: শনিবার রাতে মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এ অনুষ্ঠান ছিল মোহিতের।

ভোপাল: কনসার্ট চলাকালীনই তাল কাটল। গান গাইতে গাইতে মঞ্চের উপর একেবারে মুখ থুবড়ে পড়ে গেলেন সঙ্গীতশিল্পী মোহিত চৌহান। পড়ে যাওয়ার পর উঠতেও রীতিমতো বেগ পান গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। আর তাতেই গায়ককে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। ৫৯ বছর বয়সি মোহিতের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সকলেই। (Mohit Chauhan Falls on Stage)
শনিবার রাতে মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এ অনুষ্ঠান ছিল মোহিতের। মাইক হাতে গান গাইতে গাইতে একদিক থেকে অন্য দিকে যেতে উদ্যত হন। সেই সময় মঞ্চের উপর কোনও কিছুতে হোঁচট খান তিনি। টাল সামলাতে না পেরে একেবারে মুখ থুবড়ে পড়েন। সঙ্গে সঙ্গেই বেশ কয়েক জন ছুটে আসেন তাঁকে তুলতে। কিন্তু উঠতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় মোহিতকে। (Mohit Chauhan Concert)
যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় মঞ্চে দাঁড়িয়ে 'রকস্টার' ছবির 'নাদান পরিন্দে' গানটি গাইছিলেন মোহিত। ডানহাতে মাইক ছিল। বাঁ হাতে মাইকের স্ট্যান্ড ধরে দাঁড়িয়েছিলেন। অন গ্রাউন্ড স্টাফ থেকে আয়োজকরা অনেকেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন। জানা গিয়েছে, কিছু ক্ষণের জন্য কনসার্ট বন্ধ রাখতে হয়। চিকিৎসকরা মোহিকে পরীক্ষা করে দেখেন। তিনি গান গাইতে পারবেন কি না পর্যালোচনা করে দেখা হয়। এর পরই ফের কনসার্ট শুরু হয়।
View this post on Instagram
মুখ থুবড়ে মোহিতের পড়ে যাওয়ার ওই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতেই মোহিতের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। কনসার্টে গান গাইতে যাওয়ার আগে মোহিতের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন বলে মত তাঁদের। একজন লেখেন, 'উনি দক্ষতম গায়ক বোঝা যায়। মঞ্চে উঠে সত্যি সত্যিই নিজের গলায় গান'। অন্য একজন লেখেন, 'আশাকরি, উনি ভাল আছেন। শুধু ঠোঁট নাড়ান না উনি'। যেভাবে কেকে, জুবিন গর্গের মতো পর পর শিল্পীদের হারিয়েছে ভারত, সেকথা মাথায় রেখেই মোহিতের মতো গায়ককে আগলে রাখা উচিত বলেও জানান কেউ কেউ।
জানা গিয়েছে, ভোপাল AIIMS-এর Retina 8.0 অনুষ্ঠানে গাইতে গিয়েছিলেন মোহিত। তাঁর গান শুনতে ভিড় করেছিলেন বহু মানুষ। মঞ্চে উঠে নিজের গাওয়া একের পর এক জনপ্রিয় গান সকলকে গেয়ে শোনান মোহিত। সেই তালিকায় ছিল, 'সাড্ডা হক', 'তুম সে হি'। একসময় বলিউডের অন্যতম ব্যস্ত শিল্পী ছিলেন মোহিত। সময়ের সঙ্গে এখন গানের সংখ্যা কমে গেলেও, মোহিতের অনুরাগীর সংখ্য়া কম নয় নেহাত।






















