এক্সপ্লোর
করিনার সন্তান ভূমিষ্ঠ হবে দেশেই, বিদেশে নয়, জানিয়ে দিলেন শর্মিলা
![করিনার সন্তান ভূমিষ্ঠ হবে দেশেই, বিদেশে নয়, জানিয়ে দিলেন শর্মিলা Mom In Law Sharmila Tells Bebos Baby Wouldnt Be Born Abroad করিনার সন্তান ভূমিষ্ঠ হবে দেশেই, বিদেশে নয়, জানিয়ে দিলেন শর্মিলা](https://static.abplive.com/abp_images/627471/thumbmail/sharmila-&-karina.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দেশে নয়, বিদেশে ভাবী সন্তানের জন্ম দিতে চান করিনা, সঈফ, এহেন জল্পনা উড়িয়ে দিলেন শর্মিলা ঠাকুর। পতৌদি পরিবারের নতুন সদস্যের আগমন নিয়ে কৌতূহলের শেষ নেই। বন্ধ হচ্ছে না গুজবও। কদিন আগেই শোনা যাচ্ছিল, সঈফ-করিনা লন্ডন গিয়ে সন্তানের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করিয়েছেন। যদিও দুজনেই এ খবর ভিত্তিহীন বলে খারিজ করে দেন। আবার এমন খবরও ছড়ায় যে, করিনা প্রথম সন্তানের জন্ম দিতে চান বিদেশে, চেনা-অচেনা নানা মহলের নজর থেকে দূরে গিয়ে। সেজন্যই লন্ডন গিয়েছেন দুজনে।
কিন্তু ছেলে-ছেলে বৌয়ের ব্যাপারে এতদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন শর্মিলা। একটি ফিল্মি ম্যাগাজিনের দাবি, ওঁদের বাচ্চার জন্ম হবে ভারতেই, স্পষ্ট করে দিয়েছেন শর্মিলা। তিনি বলেছেন, আমরা এত মূর্খ নই যে, মুম্বইয়ে বাড়ি থাকা সত্ত্বেও বাচ্চার জন্ম দিতে বিদেশে যাব। আমরা বরং চাই, নিজেদের বাড়িতেই বাচ্চা ভূমিষ্ঠ হোক। আমরা থাকি মু্ম্বইয়ে, কাজকর্মও এখানে। তবে বিদেশে বাচ্চার জন্ম দেওয়ার প্রশ্নই ওঠে না।
নাতি বা নাতনী, করিনার কোল আলো করে যে-ই আসুক, তিনি সেজন্য অধীর অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন শর্মিলা।
ডিসেম্বরের গোড়াতেই করিনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে জল্পনা। মা হওয়ার পর তিনি ভির ডি ওয়েডিং ছবি-তে কাজ শুরু করবেন বলে ঠিক আছে। ছবিতে সোনম কপূর, স্বরা ভাস্কররা রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)