Monami Ghosh: দুধসাদা গাউনে আঁকা পটচিত্র, বাংলার ঐতিহ্যের প্রচারে বিশেষ উদ্যোগ মনামীর
Monami Ghosh about Patachitra: মনামী টলিউডের ফ্যানানিস্তা। কার্যত সবধরণের পোশাককেই সমান সাবলীলভাবে সামলাতে পারেন তিনি। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করছেন তিনি
কলকাতা: দুধ সাদা গাউনে ফুটে উঠছে গল্প কথা। মাধ্যম, বাংলার পটচিত্র। তুলির টানে, রঙে রঙে ফুটে উঠেছে এক ছবি, পালকি করে বিয়ে করতে চলেছে দুই মাছ। তাদের পালকি বয়ে নিয়ে যাচ্ছে আরও অনেকে। পাইক বরন্দাজ মিলিয়ে সে হই হই কাণ্ড। গোটাটাই হাতে আঁকা একটা পোশাকের ওপর। আর সেই পোশাক পরে ঝলমল করছেন মনামী ঘোষ (Monami Ghosh)।
মনামী টলিউডের ফ্যানানিস্তা। কার্যত সবধরণের পোশাককেই সমান সাবলীলভাবে সামলাতে পারেন তিনি। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করছেন তিনি। আর সেখানে তাঁকে হামেশাই দেখা যায় নজরকাড়া পোশাকে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় মনামী যে ছোট্ট ভিডিও শেয়ার করেছেন, সেখানে তাঁর দুধসাদা গাউনে ফুটে উঠেছে পটচিত্রের নিখুঁত কাজ।
হঠাৎ কেন এই উদ্যোগ? মনামী বিস্তারিত শেয়ার করে নিয়েছেন ছবির ক্যাপশানে। অভিনেত্রী লিখছেন, 'এই বছর দুর্গাপুজোর সময় আমি কলকাতার একটি মণ্ডপে গিয়েছিলাম। সেখানে আমার কিছু পটচিত্র শিল্পীদের সঙ্গে আলাপ হয়। তাঁরা আমার সঙ্গে ভাগ করে নেন কতটা কষ্ট করে তাঁদের জীবনযাপন করতে হয়। মেদিনীপুরের পিঙলার পটচিত্র বিখ্যাত। এখানকার পটচিত্রশিল্প বাংলার অবিচ্ছেদ্দ অংশ। কবিতা, পুরাণের কাব্যকে তুলির টানে ফুটিয়ে তোলেন ওঁরা। রামায়ণ, মনসামঙ্গল সহ বিভিন্ন কাব্যকে তুলির টানে আঁকেন ওঁরা। আর এগুলোর মধ্যে খুব জনপ্রিয় হল মাছের বিয়ে।
আরও পড়ুন: Top Entertainment News Today: প্রয়াত বিক্রম গোখলে, ফের ছোটপর্দায় রাজদীপ, স্বস্তিকা, বিনোদনের সারাদিন
এখানে, আমার বল গাউনে পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মাছের বিয়ের আঁকা। এত সুন্দর একটা শিল্পের ক্যানভাস হতে পেরে আর সেটাকে ফ্যাশানের অংশ করতে পেরে আমি ভীষণ খুশি। এখানেই তো বাংলার ঐতিহ্য আর ফ্যাসনের মেলবন্ধন। গোটা গাউনে ছবি এঁকেছেন ইমরান চিত্রকার ও জোয়া চিত্রকার।
View this post on Instagram