Mouni Roy: সিঁথিতে সিঁদুর, লাল বেনারসি, মৌনীর নববধূ সাজে মুগ্ধ সূর্য
লাল বেনারসিতে নিজেকে মুড়ে নিয়েছেন তিনি। সিঁথি ভরা লাল সিঁদুরে অপরূপা মৌনী রায় (Mouni Roy)। খোলা চুল আর সেই সঙ্গে ভারী গয়নায়, নববিবাহিত নায়িকার থেকে যেন চোখ ফেরাতে পারছে না নেটদুনিয়া।
কলকাতা: লাল বেনারসিতে নিজেকে মুড়ে নিয়েছেন তিনি। সিঁথি ভরা লাল সিঁদুরে অপরূপা মৌনী রায় (Mouni Roy)। খোলা চুল আর সেই সঙ্গে ভারী গয়নায়, নববিবাহিত নায়িকার থেকে যেন চোখ ফেরাতে পারছে না নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরের দিনের ছবি ভাগ করে নিলেন মৌনী। কেবল নিজের নয়, রইল স্বামী সূর্য নাম্বিয়ার (Surya Nambia) ছবিও।
বিয়ের রীতি ফুরোলেও যেন কাটছে না আমেজ। এর আগে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আগের দিনের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী মৌনী রায়। একইসঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করেছেন মৌনী আর তাঁর দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়া। সদ্য সোশ্যাল মিডিয়ায় হলুদ আর ফুলে মাখা সেই মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন মৌনী।
আরও পড়ুন: 'সত্যি সিঁদুর কী করে পরাব!' মিমির সঙ্গে বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে দ্বিধায় পড়েছিলেন ওম!
আজ সোশ্যাল মিডিয়ায় লাল বেনারসিতে একাধিক ছবি পোস্ট করেন মৌনী। সেখানে দেখা যায় কোথাও পুলের ধারে বসে রয়েছেন তিনি। আবার কখনও সূর্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরী নায়িকা। ক্যাপশানে অবশ্য বেশি কিছু লেখেননি মৌনী। কেবল লিখেছেন, বিয়ের পরের দিনের ছবি।
শেষ দিনের জন্য সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গা বেছেছিলেন মৌনী রায় (Mouni Roy)। মাথার ওড়নার পাড়ে লেখা ছিল, 'সদা সৌভাগ্যবতী ভব:। ঠিক এমন ওড়না মাথায় দিয়েই তো বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। তবে সাজে বিস্তর ফারাক রইল মৌনী ও দিপীকার। আর প্রেমিকাকে লাল সাজে দেখে তাঁর গালে চুম্বন আঁকলেন দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়া। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় উপচে পড়ল সোশ্যাল মিডিয়া। বিয়ের সকালে দক্ষিণী মতে বিয়ে সারেন তিনি। আর বিয়ের রাতে বাঙালি মতে বিয়ে সারেন বঙ্গকন্যা মৌনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক। সেখানে দেখা গেল বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী। মৌনীর গালে চুম্বন করতেও দেখা গেল সূর্যকে।
সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।