Mouni Roy: সোনালি শাড়ি, ভারী গয়না, বঙ্গকন্যা মৌনীর নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা
সোনালি শাড়ির সঙ্গে ভারি গয়না, প্রায় ১ মাস পেরিয়ে এখনও যেন নববধূর মতোই উজ্জ্বল মৌনী রায় (Mouni Roy)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই বঙ্গকন্যার ছবি থেকে চোখ ফেরানো দায়।
মুম্বই: সোনালি শাড়ির সঙ্গে ভারী গয়না, প্রায় ১ মাস পেরিয়ে এখনও যেন নববধূর মতোই উজ্জ্বল মৌনী রায় (Mouni Roy)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই বঙ্গকন্যার ছবি থেকে চোখ ফেরানো দায়। বেঙ্গালুরুর বাড়িতে তোলা কিছু নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মৌনী, ট্যাগ করলেন সূর্য নাম্বিয়াকে (Suraj Namnia)।
গত ২৭ জানুয়ারি গোয়ায় দীর্ঘদিনের প্রেমিক সূত্র নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বঙ্গকন্যা মৌনী রায়। সদ্য মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন মৌনী-সূর্য। সোশ্যাল মিডিয়ায় মৌনীর কাশ্মীরি অ্যালবাম জুড়ে শুধুই বরফ আর বরফ। সেখানেই কখনও ম্যাগি খাচ্ছেন, কখনও বই পড়ছেন, কখনও সূর্যের কাঁধে মাথা রেখে উষ্ণতায় ডুবছেন মৌনী।
সোশ্য়াল মিডিয়ায় মধুচন্দ্রিমাযাপনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সেই ছবি জুড়ে কেবল বরফ আর বরফ। সেখানে কখনও বরফের মধ্যে ম্যাগি খাচ্ছেন অভিনেত্রী। কখনও বই পড়ছেন মগ্ন হয়ে। কখনও সূর্যের কাঁধে মাথা রেখে উষ্ণতায় ডুবছেন মৌনী। শীতপোশাকেও বজায় রয়েছে মৌনীর স্টাইল স্টেটমেন্ট।
আজ সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করে নেন মৌনী। সোনালি শাড়িতে সেজেছেন তিনি। সঙ্গে মানানসই ভারি কস্টিউম জুয়েলারি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'হৃদয় যেখানে, বাড়ি শেখানে।' বেঙ্গালুরুর বাড়িতে তোলা কিছু নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মৌনী, ট্যাগ করলেন সূর্য নাম্বিয়াকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক। সেখানে দেখা গেল বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী। মৌনীর গালে চুম্বন করতেও দেখা গেল সূর্যকে।
সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।
">