Mouni Roy Update: বিয়ের পর প্রথম হোলি, স্বামীর সঙ্গে উদযাপনের ছবি পোস্ট মৌনির
Mouni Roy Update: ছবিতে দুজনকেই দেখা গেল সাদা পোশাকে। সাদা কুর্তায় ট্যুইনিং করলেন। ফ্রেমবন্দি হল তাঁদের পোষ্যও। হ্যাশট্যাগে লেখেন, 'আওয়ার ফার্স্ট' অর্থাৎ আমাদের প্রথম।
মুম্বই: এই বছরের হোলি (Holi 2022) একটু বেশিই স্পেশাল অভিনেত্রী মৌনি রায়ের (Mouni Roy) কাছে। বিয়ের পর প্রথম রঙের উৎসব। সকাল সকাল সাদা ধবধবে পোশাকে স্বামী সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
২৭ জানুয়ারি, গোয়ায় সাত পাকে বাঁধা পড়েন মৌনি রায় ও সূরজ নাম্বিয়ার। এদিন দোল উপলক্ষে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করলেন 'নাগিন' (Naagin) অভিনেত্রী। বরের সঙ্গে প্রথম হোলি কীভাবে উদযাপন করলেন সেই মুহূর্তই ভাগ করে নিলেন।
View this post on Instagram
ছবিতে দুজনকেই দেখা গেল সাদা পোশাকে। সাদা কুর্তায় ট্যুইনিং (Twinning) করলেন। ফ্রেমবন্দি তাঁদের পোষ্যও। আবির খেললেন দুজনে। ছবির ক্যাপশনে লেখেন, 'আনন্দ, ভালবাসা ও হাসির রঙে আপনাদের সকলের জীবন ভরে থাকুক। হ্যাপি হোলি।' সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, 'আওয়ার ফার্স্ট' (Our First) অর্থাৎ আমাদের প্রথম।
অন্যদিকে মৌনি রায়কে খুব শীঘ্রই দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।