Kapil Sharma Meets Naveen Patnaik: ভুবনেশ্বরে শ্যুটিং শুরুর আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ কপিল শর্মার
Kapil Sharma Meets Naveen Patnaik: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন সাক্ষাতের সময়ের একাধিক ছবি পোস্ট করেন কপিল শর্মা। আরও একবার দর্শকদের নিজের অভিনয় ক্ষমতা দেখাতে হাজির হচ্ছেন কপিল।
![Kapil Sharma Meets Naveen Patnaik: ভুবনেশ্বরে শ্যুটিং শুরুর আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ কপিল শর্মার Comedian Kapil Sharma meets Odisha CM as he starts shooting for Nandita Das' untitled project Kapil Sharma Meets Naveen Patnaik: ভুবনেশ্বরে শ্যুটিং শুরুর আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ কপিল শর্মার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/e5b327436d03db5c65da307973a6b94d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Odisha Chief Minister Naveen Patnaik) সঙ্গে দেখা করলেন কমেডিয়ান কপিল শর্মা (Comedian Kapil Sharma)। বৃহস্পতিবার সাক্ষাৎ করেন তিনি। নন্দিতা দাসের (Nandita Das) পরিচালনায় ভুবনেশ্বরে ছবির শ্যুটিং শুরু করলেন কপিল। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন সাক্ষাতের সময়ের একাধিক ছবি পোস্ট করেন কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, 'ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত। দুর্দান্ত আপ্যায়ন ও আমাদের খুব কাছের মনে করানোর জন্য ধন্যবাদ। আপনার রাজ্যের মতোই আপনার হৃদয়ও খুব সুন্দর।'
View this post on Instagram
একই সঙ্গে তিনি আরও লেখেন, 'ওড়িশা চিরকাল আমার হৃদয়ে বিরাজ করবে। নন্দিতা দাসকে অশেষ কৃতজ্ঞতা ওড়িশার সুন্দর ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাও এত বিস্তারিত ভাবে ঠিক যেভাবে আপনি নিজের ছবিতে সেগুলো তুলে ধরেন।'
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বাবাকে স্মরণ অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের
আরও একবার দর্শকদের নিজের অভিনয় ক্ষমতা দেখাতে হাজির হচ্ছেন কপিল শর্মা। ছবিতে অভিনয় করবেন সাহানা গোস্বামী। ছবিতে কপিল শর্মাকে 'ফুড ডেলিভারি রাইডার' হিসাবে দেখা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)