Mrunal Thakur auditioned for Jai Gangaajal: প্রিয়ঙ্কার কাছে হেরে গিয়েছিলেন ম্রুণাল, শেয়ার করলেন অতীতের স্মৃতি
Mrunal Thakur: 'জয় গঙ্গাজল' ছবির জন্য় অডিশন দিয়েছিলেন ম্রুণাল ঠাকুর।
কলকাতা: খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি 'গুমরাহ'। তার আগেই প্রকাশ্য়ে এল নতুন খবর। ম্রুণাল ঠাকুর জানালেন 'জয় গঙ্গাজল' ছবির জন্য় অডিশন দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁকে হারিয়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে ম্রুণাল বলেন, 'এই ছবিতে প্রিয়ঙ্কা যেভাবে এই চরিত্রের প্রতি সুবিচার করেছে, তা আমি পারতাম না।'
প্রসঙ্গত, আদিত্য় রয় কপূরের (Aditya Roy Kapur) সঙ্গে এই প্রথমবার 'গুমরাহ' ছবিতে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)।
আরও পড়ুন...
হঠাৎ কেন কান্নায় ভেঙে পড়লেন ম্রুণাল ঠাকুর?
এই ছবিতেই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আদিত্য় রয় কপূর ( Aditya Roy Kapur)। পাশাপাশি ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur) একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটি বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেতা রনিত রয়েরও (Roit Roy)। এই ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক বর্ধান কেতকর। তামিল ছবি 'তাধাম'-এর হিন্দি রিমেক এই ছবির ছত্রে ছত্রে রয়েছে সাসপেন্স।
ট্রেলারে সিরিয়াল কিলিং-এর গল্প উঠে আসতে চলেছে এই ছবিতে। তাই গোটা ছবি জুড়েই যে রহস্য়-রোমাঞ্চ থাকবে একথা বলাই যায়।
অন্য়দিকে, সম্প্রতি ম্রুণাল ঠাকুর সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন। পোস্টে অভিনেত্রী লেখেন,'জীবনে এমন সময় আসে, যেখানে আপনি শুধুই ইতিবাচক কথা শুনতে চান। সেই ধাক্কাটার দরকার পড়ে যেটার পর আমরা আবার উঠে দাঁড়াতে পারি। মানুষ আজকাল ভেঙে পড়াটাকে দুর্বল মনে করে। কিন্তু আমি এই পোস্ট দেওয়ার পর খুব শান্তি অনুভব করছি। আমরা সবাই জীবনের কোনও না কোন সময় দুঃখে ডুবে যাই, আত্মবিশ্বাসের অভাব বোধ করি। এটা খুবই স্বাভাবিক একটি অনুভূতি।'
প্রসঙ্গত, ১৯৯২ সালের ১ অগাস্ট, মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে।এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল। অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে।