'Mufasa': বাবা-দাদার হাত ধরে ডেবিউ, 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবিতে কণ্ঠ দিলেন শাহরুখ-আরিয়ান-আব্রাম
SRK-Aryan-AbRam: 'মুফাসা'র হিন্দি সংস্করণের ট্রেলার এসেছে প্রকাশ্যে। নিজ নিজ চরিত্রে ফিরেছেন শাহরুখ খান, আরিয়ান খান। সঙ্গে হাত ধরেছেন খুদে আব্রাম। শোনা গেল তারও কণ্ঠও।
কলকাতা: 'মুফাসা'র (Mufasa) হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan), আরিয়ান খান (Aryan Khan) ও আব্রাম খান (AbRam Khan)। দুই পুত্রকে সঙ্গে নিয়ে 'মুফাসা'র হিন্দি ডাবিং করেছেন বলিউডের কিং খান। যার ট্রেলার এসেছে সবে মাত্র প্রকাশ্যে। মুফাসার কণ্ঠে শোনা যাবে শাহরুখের স্বর, সেই সঙ্গে সিম্বার গলায় আরিয়ান ও শিশু মুফাসার কণ্ঠে ডেবিউ করল খুদে আব্রাম। ২০১৯ সালেও 'দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণেও কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ ও আরিয়ান। এবার আরও এক ধাপ এগিয়ে গেল প্রযোজনা সংস্থা। ফিল্ম প্রজেক্টের অংশ বাদশাহর ছোট ছেলে আব্রামও।
'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণে শাহরুখ-আরিয়ানের সঙ্গে কণ্ঠ দিল আব্রামও
দিন দুই আগে ইংরেজি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। আজ, সোমবার মুক্তি পেল 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির হিন্দি সংস্করণের ট্রেলার। শুরুতেই মুফাসার কণ্ঠে শাহরুখের গলা চিনতে কারও সময় লাগেনি। এরপর দেখা মিলল খুদে মুফাসার। তার কণ্ঠে আব্রামের গলা। প্রথম কাজেই রীতিমতো সাড়া ফেলেছে খুদে। ইতিমধ্যেই অনেকের দাবি, একদিন বাবার মতোই রাজত্ব করার প্রতিভা আছে খুদের মধ্যে। এই ট্রেলার শাহরুখের সঙ্গে শেয়ার করা হয় ডিজনির তরফে। ক্যাপশনে হিন্দিতে লেখা হয়, 'ব্যাস একজনই হবে জঙ্গলের রাজা'। অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির একাধিক তারকার শুভেচ্ছার বন্যা কমেন্ট বক্সে।
View this post on Instagram
এর আগে ডিজনির সঙ্গে হাত মিলিয়ে এই কাজের প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, 'মুফাসার একটি অবিশ্বাস্য উত্তরাধিকার রয়েছে। সে জঙ্গলের রাজা হিসেবে প্রতিষ্ঠিত, অনন্য। তার ছেলে সিম্বাকে নিজের জ্ঞান প্রদান করেছে সে। আমি একজন বাবা হিসেবে তার সঙ্গে গভীরভাবে একাত্ম বোধ করতে পারি এবং চলচ্চিত্রে মুফাসার যাত্রার সঙ্গেও অনুরণিত হই। 'মুফাসা: দ্য লায়ন কিং', মুফাসার জীবনকে শৈশব থেকে একজন অবিশ্বাস্য রাজা হিসাবে উত্থান পর্যন্ত চিত্রিত করেছে এবং এই চরিত্রের কাছে ফিরে যাওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। ডিজনির সঙ্গে এটি আমার জন্য একটি বিশেষ সহযোগিতা, বিশেষ করে কারণ আমার ছেলে, আরিয়ান এবং আব্রাম, এই সফরের অংশ এবং তাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করা সত্যিই দারুণ।' চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মুফাসা: দ্য লায়ন কিং'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।