Mumbai Durga Puja: মুম্বইয়ের মণ্ডপে তারকাদের ভিড়, ছেলেকে নিয়ে আসর জমালেন কাজল
Kajol Mumbai Durga Puja: সপ্তমীর দিনেই ছেলে যুগকে নিয়ে পুজো মণ্ডপে এসেছেন কাজল।
মুম্বই: উত্তর মুম্বইয়ে পুজোর মণ্ডপে তারকাদের ভিড় (Mumbai Durga Puja 2023)। প্রতি বছরের মতই, সপ্তমীর দিনেই ছেলে যুগকে নিয়ে পুজো মণ্ডপে এসেছেন কাজল। আছেন বোন তানিশাও। মণ্ডপে হাজির পরিচালক আশুতোষ গোয়ারিকড়, রানি মুখোপাধ্যায় এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
মুম্বই, দিল্লি-সহ দেশের একাধিক শহরে দুর্গা পুজো
প্রসঙ্গত, শুধুই কলকাতা নয়, মুম্বই, দিল্লি-সহ দেশের একাধিক শহরে দুর্গা পুজো হয়। তারই সঙ্গে বাংলাদেশ, ক্যালিফোর্ণিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও উৎসবে মেতে উঠে। কারণ বাঙালি যেখানেই থাকবে দুর্গাপুজো সেখানেই হবে। মূলত বিদেশে পুজোর জন্য বেছে নেওয়া হয় সাধারণত উইকএন্ডগুলোকে । আর এবার পঞ্জিকা অনুযায়ী উইকএন্ডেই সপ্তমী অষ্টমী। পুরোপুরে পঞ্জিকা মেনে চলা সম্ভব না হলেও শুক্র, শনি, রবি - তিন দিন ধরে ক্যালিফোর্নিয়ায় পুজোর আয়োজন করেছে এই সংস্থা। ১৯৭৯ সাল থেকে শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া বিএএসসি। ৪৪ বছরে পা দিল এই পুজো।
থিমপুজোর যুগেও আলাদা ঐতিহ্য রয়েছে সাবেকি পুজোর
অপরদিকে, থিমপুজোর যুগেও আলাদা ঐতিহ্য রয়েছে সাবেকি পুজোর। কলকাতার মল্লিকবাড়ি এ ব্যাপারে এগিয়ে। সপ্তমীর সকালে বাড়ির সদস্যদের উপস্থিতিতে পুজো-অঞ্জলি সম্পন্ন হল সেখানে। বাড়ির অভিভাবক হিসেবে রঞ্জিত মল্লিক নিজে তো উপস্থিত ছিলেনই, কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিংহ রানে এবং তাঁদের ছেলে কবীরও সপ্তমীর পুজোয় অংশ নেন। সেখানে তারকাদের ছাপিয়ে আলাদা করে নজর কাড়ল কবীর।
সকাল থেকেই হইহই মল্লিকবাড়িতে
শনিবার সকাল থেকেই হইহই মল্লিকবাড়িতে। পুজো উপলক্ষে পরিবারের সকলে সমবেত হয়েছেন। রীতি মেনেই সপ্তমীর পুজো হল সেখানে। বাড়ির পুজোয় অংশ নিলেন কোয়েল, নিসপাল এবং ছোট্ট কবীরও। পুজো-অঞ্জলি দেওয়ার পাশাপাশি, সকলে মিলে আড্ডা দিতেও মুখিয়ে আছেন। তারই মাঝে এবিপি আনন্দের মুখোমুখি হলেন কোয়েল। জানালেন তাঁর সপ্তমী উদযাপনের কথা।
আরও পড়ুন, পালকি সফরে নবপত্রিকাকে স্নান, প্রায় ৩৫০ বছরের রীতি কাটোয়ার সাহা বাড়িতে
কলকাতায় সপ্তমীতে উৎসবের সুর সপ্তমে
শহর কলকাতায় সপ্তমীতে উৎসবের সুর সপ্তমে। উৎসবে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতায় জনসমুদ্র। চারিদিকে আলোর রোশনাই। কোথাও থিমের চাকচিক্য, কোথাও সাবেকিয়ানা। নিষ্ঠাভরে উমা আরাধনা। শাস্ত্রমতে সপ্তমী থেকে পুজো শুরু৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ৷ সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।