Shilpa Shetty : ৬০ কোটি টাকা জালিয়াতির মামলায় ৪ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ অভিনেত্রী শিল্পা শেট্টিকে
Shilpa Shetty Case: তদন্তের সময়, শিল্পা পুলিশের কাছে বেশ কিছু নথি হস্তান্তর করেছেন, যেগুলি বর্তমানে যাচাই করা হচ্ছে।

মুম্বই : ৬০ কোটি টাকা জালিয়াতির মামলা। অভিনেত্রী শিল্পা শেট্টির বিবৃতি রেকর্ড করল মুম্বই পুলিশের Economic Offences Wing (EOW)। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেত্রীকে।
এক EOW অফিসার বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিল্পার বাসভবনে গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, শিল্পা তাঁর বিজ্ঞাপন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের বিষয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দেন।
তদন্তের সময়, শিল্পা পুলিশের কাছে বেশ কিছু নথি হস্তান্তর করেছেন, যেগুলি বর্তমানে যাচাই করা হচ্ছে। গত সেপ্টেম্বরেই, মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ৬০ কোটি টাকা জালিয়াতির মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বক্তব্য রেকর্ড করে। মুম্বাই পুলিশ সেই সময় মামলার একটি আপডেট শেয়ার করে বলেছিল: "অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় তদন্ত চলছে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে। তদন্তের জন্য তাঁকে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।"
তারা আরও জানায় যে, পুলিশ মামলায় তারঁ বক্তব্য রেকর্ড করেছে। এছাড়াও, তারা জানায় যে, রাজ কুন্দ্রাকে পরবর্তী দফা জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে মুম্বই পুলিশ আবার তলব করবে।
ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন যে, শিল্পা এবং রাজ তাঁর সঙ্গে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। তিনি দাবি করেছেন যে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে দেওয়া অর্থ আসলে ব্যক্তিগত খরচে নষ্ট করা হয়েছে।
পরে, রাজ দাবি করেন যে, ৬০ কোটি টাকার জালিয়াতির কিছু অংশ অভিনেত্রী বিপাশা বসু এবং নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। তবে, পাঁচ ঘণ্টা ধরে চলা জিজ্ঞাসাবাদের সময়, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব ছিলেন বলে জানা গেছে, যার ফলে EOW আরও দফায় জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করতে বাধ্য হয়।
দিনকয়েক আগে শিল্পা শেট্টির আইনজীবী বলেন, 'সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হচ্ছে যে, শিল্পা শেঠি প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী রাজ কুন্দ্রার থেকে ১৫ কোটি টাকা নিয়েছিলেন। যার তদন্ত করছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)।' আইনজীবী প্রশান্ত পাতিল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণভাবে ভুয়ো, বিভ্রান্তিকর এবং বদনাম করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। আইনজীবী বলেন, 'আমার মক্কেল শিল্পা শেঠি কুন্দ্রা এমন কোনও টাকা কখনও পাননি। এই খবরগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে, যাতে তাঁর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা যায়।'






















