![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sayantani Guhathakurata: অন্বেষার কন্ঠে সায়ন্তনীর প্রেমের গল্প বলবে 'বোকা ঘুড়ি'
Sayantani Guhathakurata New Video: এই মিউজিক ভিডিওতে সায়ন্তনীর বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে।
![Sayantani Guhathakurata: অন্বেষার কন্ঠে সায়ন্তনীর প্রেমের গল্প বলবে 'বোকা ঘুড়ি' Music Video: A New Music Video of Shayantani Guha Thakutota and Anwesshaa released, know in details Sayantani Guhathakurata: অন্বেষার কন্ঠে সায়ন্তনীর প্রেমের গল্প বলবে 'বোকা ঘুড়ি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/0953215f111453889b237a48788e9606169224049620649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবার নতুন মিউজিক ভিডিওতে সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurata)। অন্বেষা (Anweshaa) ও প্রাজ্ঞ দত্ত (Prajna Dutta)-র কন্ঠে মুক্তি পাবে এক প্রেমের গল্পের গান, 'বোকা ঘুড়ি'। এই মিউজিক ভিডিওতে সায়ন্তনীর বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে।
চলতি মাসেই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওতে। এখানেই প্রথম সাহিল ও সায়ন্তনীকে জুটি হিসেবে দেখা যাবে। একটি প্রেমের গল্প বলবে এই মিউজিক ভিডিওটি। শাস্ত্রীয় সঙ্গীত ও সুফিগানের এক মেলবন্ধন দেখা গিয়েছে এখানে। এই গানটির পরিচালনা করেছেন পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। এর আগে তিনি 'কথামৃত' ও 'শেষের গল্প'-র মতো ছবি পরিচালনা করেছেন, সাফল্যও লাভ করেছেন এই ছবিগুলিতে।
এই ভিডিওটি মুক্তি পাবে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে ও Klikk MUZIK YouTube চ্যানেলে। চলতি মাসেই মুক্তি পাবে এই ভিডিওটি। এর আগে জিতের একাধিক কাজ মুক্তি পেয়েছে এই প্ল্যাটফর্মে। অন্যদিকে, বাংলা ছাড়িয়ে এখন উড়িষ্য়াতেও কাজ করছেন জিৎ। সম্প্রতি 'ডিয়ার পুরুষ' নামের একটি ছবিও পরিচালনা করে ফেলেছেন তিনি। বাংলাতেও আগামী ছবি পরিকল্পনা করছেন জিৎ। এর আগে খরাজ মুখোপাধ্যায়কে (Khoraj Mukherjee) নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন জিৎ। খরাজ গানও গেয়েছিলেন এই মিউজিক ভিডিওতে।
অন্যদিকে, সায়ন্তনী গুহ ঠাকুরতা 'সেদিন কুয়াশা ছিল' ছবিতেও অভিনয় করেছেন। অর্ণব মিদ্যা এই ছবির পরিচালক। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা, জিতু কামাল, অবন্তিকা বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখতে চলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়। ছবিতে পরান-লিলির ছেলের চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। এবার প্রকাশ্যে এল সায়ন্তনীর প্রথম লুক। ছবিতে এক স্কুল শিক্ষিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। এই গানের সঙ্গীত পরিচালনা ও গীতিকার দুইই প্রাজ্ঞ দত্ত। প্রযোজনায় ম্যাজিক লাইট প্রযোজনা সংস্থা।
View this post on Instagram
আরও পড়ুন: Palan: আগামী মাসেই মৃণাল সেনের চরিত্রদের বড়পর্দায় ফেরাচ্ছে কৌশিকের নতুন ছবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)