এক্সপ্লোর
ঝুঁকি নিয়েই সাফল্য , জানালেন প্রিয়ঙ্কা চোপড়া
1/7

তিনি বলেছেন, সিনেমা দুনিয়ার পথ খুঁজে নিতে তিনি বিভিন্ন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন, তাঁর ওই সিদ্ধান্ত গুলি ঝুঁকির, তা তিনি জানতেন না। তাঁর মতে, এই না-জানাটাই সবচেয়ে বড় ঝুঁকি।
2/7

প্রিয়ঙ্কা জানিয়েছেন, অল্প বয়সে তাঁর কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল না। ফিল্ম জগত থেকে তিনি উঠে আসেননি। তাই তাঁর কেরিয়ার জুড়েই রয়েছে ঝুঁকি নেওয়ার ঘটনা। তাঁর কেরিয়ার এই সমস্ত চ্যালেঞ্জিং সিদ্ধান্তে ভরা।
Published at : 02 Jan 2018 08:14 PM (IST)
Tags :
Priyanka ChopraView More






















