এক্সপ্লোর
Advertisement
‘দঙ্গল’ ছবিতে কঠোর বাবার ভূমিকায় আমির, জানালেন তাঁর বাবা ছিলেন হিটলারের মতো
মুম্বই: ‘দঙ্গল’ ছবির গান ‘হানিকরক’ বাপু-র প্রকাশ অনুষ্ঠানে এসে ছবির মুখ্য চরিত্র আমির খান জানালেন তাঁর শৈশবের অনেক কথা। এই ছবিতে একজন কঠোর বাবার চরিত্রে দেখা যাবে আমিরকে। সেপ্রসঙ্গে গান প্রকাশ অনুষ্ঠানে এসে আমির জানান, তাঁর বাবা ছিলেন হিটলারের মতো। তিনি মারাত্মক ভয় পেতেন তাঁকে। শুধু তাই নয়, তাঁর বাবা এতটাই কঠিন ছিলেন যে শৈশবে মাঝেমধ্যে তিনি বিদ্রোহী হয়ে উঠতেন।
‘দঙ্গল’-এর গান প্রকাশ অনুষ্ঠানে আমির প্রত্যেক সাংবাদিককে সঙ্গে করে তাঁদের বাচ্চাদের আনতে বলেছিলেন। সেখানেই তিনি প্রত্যেক বাচ্চার কাছে জানতে চান, তারা তাদের বাবাকে কতটা ভয় পায়। এব্যাপারে অবশ্য সেখানে উপস্থিত প্রায় প্রত্যেক বাচ্চাই জানায়, তারা তাদের মাকে বেশি ভয় পায়, বাবার তুলনায়।
তারপরই মিস্টার পারফেকশনিস্ট জানান, তিনি ছোটবেলায় তাঁর বাবাকেই বেশি ভয় পেতেন। তাঁর বাবা ছিলেন হিটলারের মতো। এমনকি ছোটবেলায় মাঝেমধ্যে বিদ্রোহীও হয়ে উঠতেন তিনি। তবে ব্যক্তিজীবনে তিনি তাঁর সন্তাদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়াতেই বেশি বিশ্বাসী। যদিও ‘দঙ্গল’ ছবিতে একজন কঠোর বাবার ভূমিকায় দেখা যাবে আমিরকে।
সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, বাবা হিসেবে তিনি কী মনে করেন, বাচ্চাদের ওপর জোর করে কোনও সিদ্ধান্ত কী চাপিয়ে দেওয়া উচিত্? আমির জানান, তিনি মনে করেন বর্তমান যুগের বাচ্চারা অনেক বেশি বুঝদার। তারা জানে জীবনের থেকে তারা কী চায়, এবং বাবা হিসেবে সেই সিদ্ধান্তকে সমর্থন করাই উচিত্ বলে মত আমিরের।
তিনি মনে করেন যদি একান্তই কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সেটা আলোচনার মাধ্যমেও সমাধান করা যায়।
‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়েদের দেখানো হয়েছে কঠিন হিসেবে। তাই হয়তো তাঁদেরকে দিয়ে তাঁদের অনস্ক্রিন বাবা আমির অনেক বেশি কঠোর পরিশ্রম করিয়ে নিয়েছেন। সেজন্যই হয়তো অনস্ক্রিনে আমিরের মেয়েদের মনে হয়েছে, তাঁদের বাবা ‘হানিকরক বাপু’, সহাস্য উত্তর আমিরের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement