এক্সপ্লোর
আমার প্রেরণা আমার মা-আমির

কোলাপুর: তাঁর মা তাঁর জীবনের অনুপ্রেরণা। জানালেন আমির খান। কোলাপুরে এক মারাঠি সংবাদপত্রের অনুষ্ঠানে এসে আমির বলেন এ কথা।
মহিলাদের একটি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করে ওই সংবাদপত্র। জয়ীকে পুরস্কৃত করেন আমির। তারপর মেয়েদের কুস্তি নিয়ে নির্মিত তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’-এর অভিজ্ঞতার কথা বলেন তিনি।
কোলাপুরের সঙ্গে যুক্ত তাঁর স্মৃতির কথাও বলেছেন আমির। ১৪ বছর বয়সে প্রথম এই শহরে আসা তাঁর। এখানে একটি টেনিস টুর্নামেন্ট খেলতে আসেন, জেতেনও। তাই কোলাপুর তাঁর কাছে বরাবর স্পেশাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























