Bollywood News: নজর কাড়লেন রেখা, একাই এলেন জাহ্নবী! ইব্রাহিম-খুশির ছবির প্রিমিয়ারে তৈরি হল কত গল্প!
Nadaaniyan Premiere: বোন খুশির ছবির প্রিমিয়ারে এসেছিলেন দিদি জাহ্নবী কপূর। তবে এদিন তিনি তাঁর চর্চিচ প্রেমিকের সঙ্গে একসঙ্গে প্রিমিয়ারে এলেন না

কলকাতা: আজ মুম্বইতে একটি বিশেষ স্ক্রিনিং ছিল 'নাদানিয়া' (Nadaaniyan) ছবিটির। এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন ইব্রাহিম আলি খান (Ibrahim ali khan) ও খুশি কপূর (Khushi Kapoor)। আর এই ছবির প্রিমিয়ারেই তৈরি হল কত ছোট ছোট গল্প.. প্রত্যেক প্রিমিয়ারের মতোই। আর সেই প্রিমিয়ারেই নজর কাড়লেন রেখা (Rekha)। একটি সাদা শাড়ি পরে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রেখা। সেখানে তিনি অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে দেখতে পেয়েই বুকে জড়িয়ে ধরেন। রেখার এই ব্যবহারে অবাক নেটদুনিয়া। জয়া বচ্চন ও রেখার সম্পর্কের তীক্ততার কথা জানেন সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বচ্চনকে বুকে জড়িয়ে ধরায় অবাক হয়েছেন সবাই।
প্রসঙ্গত, সেই অনুষ্ঠানেই একসঙ্গে এসেছিলেন শিখর ধবন ও অক্ষয় কুমার। শিখর ধবনের সঙ্গে রেখা ভাল করে কথা বললেও এড়িয়ে গেলেন অক্ষয় কুমারকে। আর এই ঘটনায় নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা। যেখানে রেখা অভিষেক বচ্চনকে জড়িয়ে ধরলেন, শিখর ধবনের সঙ্গে কথা বললেন, সেখানে কেন এড়িয়ে গেলেন অক্ষয় কুমারকে তার কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। শুধু এই নয়, আরও অনেক ছোট ছোট গল্প তৈরি হল প্রিমিয়ারে। তবে এই কথা বলতেই হয় যে সাদা শাড়িতে নজর কেড়েছেন রেখা। তাঁর সাজ ছিল একেবারে অন্যরকম। এদিন রেখার পা ছুঁয়ে তাঁর কাছ থেকে আশীর্বাদ নেন ইব্রাহিম আলি খান ও খুশি কপূর।
বোন খুশির ছবির প্রিমিয়ারে এসেছিলেন দিদি জাহ্নবী কপূর। তবে এদিন তিনি তাঁর চর্চিচ প্রেমিকের সঙ্গে একসঙ্গে প্রিমিয়ারে এলেন না। জাহ্নবী এলেন একাই। আলাদা এসেছিলেন তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া। অন্য়ান্য সমস্ত অনুষ্ঠানেই শিখরের সঙ্গে একসঙ্গে আসেন জাহ্নবী। তবে এই অনুষ্ঠানে তিনি এলেন একাই। জাহ্নবীর একা আসাও গুঞ্জন তৈরি করেছে সবার মধ্য়ে। তবে কি সমস্ত কিছু ঠিক আছে শিখর ও জাহ্নবীর মধ্যে?
আজ ছিল ইব্রাহিমের জন্মদিন। এই প্রিমিয়ার দেখে এসে, সোশ্যাল মিডিয়ায় সারা লিখেছেন, 'আমার ছোট্ট ভাই... ইব্রাহিম... কথা দিচ্ছি আমি চিরকাল তোমার পিছনে থাকব। সবসময় তোমায় সমর্থন করব, তোমার হয়ে চিৎকার করব। তুমি তো আমার চোখে চিরকালই তারকা ছিলে। ঈশ্বরের ইচ্ছায় এবার পুরো পৃথিবী দেখবে তোমায় বড় হতে, নায়ক হয়ে উঠতে, ঝলমল করতে। শুভ জন্মদিন। তোমার নতুন সিনেমাকে শুভেচ্ছা। আর হ্যাঁ, মনে রেখো, এই তো সবে শুরু।' সোশ্যাল মিডিয়ায় সারা আলি খানের এই পোস্টে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউডের অনেকেই।
আরও পড়ুন: Tamannaah-Vijay: তমন্না-বিজয় প্রথম নন, বিচ্ছেদের পরেও প্রাক্তনকে ভুলতে পারেননি একাধিক বলিউড তারকা!






















