Bollywood: অস্ত্রোপচার করা যাবে না, ফের কেমোথেরাপি শুরু হল এই বলিউড অভিনেত্রীর!
Nafisha Ali News: নাফিসা জানিয়েছেন, চিকিৎসক তাঁকে জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সম্ভব নয়। সেই কারণে তাঁকে আবার কেমোথেরাপি শুরু করতে হয়েছে

কলকাতা: বয়স তাঁর কাছে সংখ্যামাত্র! একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। সেই কারণে দীর্ঘদিন তিনি অভিনয়ের থেকে দূরে। অনেকেই জানতে চাইতেন, কবে অভিনয়ে ফিরবেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত তিনি। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের শারিরীক অবস্থার কথা শেয়ার করে নিলেন, অভিনেত্রী নাফিসা আলি।
সোশ্যাল মিডিয়ায় নাফিসা একটি পোস্টের ছবি শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, 'একদিন আমার সন্তানেরা আমায় জিজ্ঞাসা করল, আমরা যখন চলে যাই, তখন আমরা কি হয়ে যাই? আমি ওদের বললাম, আমরা একে অপরে পরিণত হই। সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ভাই বোনেরা যে ভালবাসা আর স্মৃতি শেয়ার করে একে অপরের সঙ্গে, সবার থেকে একে অপরকে লক্ষা করে.. মনে রাখবেন, এই সম্পর্কের গভীরতা জীবনের সবচেয়ে গভীর সম্পর্ক।'
এর সঙ্গে সঙ্গে, নাফিসা জানিয়েছেন, চিকিৎসক তাঁকে জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সম্ভব নয়। সেই কারণে তাঁকে আবার কেমোথেরাপি শুরু করতে হয়েছে। নাফিসা জানিয়েছেন, নতুন করে তাঁর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আর সেটা করার পরেই চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আর অস্ত্রোপচার করা সম্ভব নয়। সেই কারণে তাঁকে আবার কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু নাফিসা জানিয়েছেন, তিনি জীবনকে ভীষণ ভালবাসেন। নতুন করে কেমোথেরাপি শুরু করতে হবে নাফিসার, তবে তিনি একটুও হতাশ নন। নতুন করে বাঁচার উদ্যম খুঁজছেন তিনি।
এই পোস্টের পরে, আজ সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোস্ট শেয়ার করে নিয়েছেন নাফিসা। সেখানে তিনি একটি হালকা গোলাপি শার্ট পরে বসে রয়েছেন একটি সাজানো সোফায়। তাঁর মুখে এসে পড়ছে রোদ। তাঁর পিছনের দেওয়ালটা ভীষণ সুন্দরভাবে সাজানো। তাঁর সামনে রাখা এক গুচ্ছ গোলাপি গোলাপ। তাঁর পিছনের দেওয়ালে ভারি সুন্দর করে একটা ছবি আঁকা। সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, আগামীকাল থেকে কেমোথেরাপি শুরু হবে। তবে নতুন আশায় বুক বাঁধছেন নাফিসা।
View this post on Instagram





















