Samantha Naga Divorce: কেন বিবাহবিচ্ছেদ সামান্থার সঙ্গে? বিস্ফোরক নাগা চৈতন্য?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য এমন কিছু কথা বলেন, যা থেকে অনুরাগীরা মনে করছেন, তাহলে এই কারণেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছেন 'লাল সিং চাড্ডা' অভিনেতা?
মুম্বই: দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা সামান্থা রথ প্রভু (Samantha Rath Prabhu) এবং নাগা চৈতন্যর (Naga Chaitanya) মধ্যে বিবাহবিচ্ছেদ ঘিরে মন ভালো নেই অনুরাগীদের। দুই অভিনেতার ব্যক্তিগত জীবনে যে ফাটল ধরেছে তা আগেই টের পাওয়া যায়। তারপর সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে একসঙ্গে একই বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। কিন্তু ঠিক কী কারণে তাঁরা বিবাহবার্ষিকীর ঠিক আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। দুই অভিনেতার কেউই এই সম্পর্কে খোলসা করেননি। যদিও বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই অভিযোগের আঙুল উঠতে থাকে সামান্থা রথ প্রভুর দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য (Chay Akkineni) এমন কিছু কথা বলেন, যা থেকে অনুরাগীরা মনে করছেন, তাহলে এই কারণেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছেন 'লাল সিং চাড্ডা' অভিনেতা?
আরও পড়ুন - Aayush Sharma: নেট দুনিয়ায় তোলপাড়, সলমন খানকে নিয়ে এ কী বললেন আয়ুষ!
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা নাগা চৈতন্য বলেন, 'যখন আমি কোনও চরিত্র অভিনয়ের জন্য বেছে নিচ্ছি, তখন এটাও খেয়াল রাখা দরকার যে এই ধরনের চরিত্র আমার ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলবে না। আমার পরিবার কিংবা আমার সংস্কৃতিতে কোনও প্রভাব ফেলবে না।' প্রসঙ্গত, কয়েক বছর আগে একটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য মারাত্মকভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন সামান্থা রথ প্রভু। একজন বিবাহিত নারী হওয়ার পরও তিনি কীভাবে ওই ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেট নাগরিকরা। এরপর ফের 'দ্য ফ্যামিলি ম্যান টু' ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য ছিল, যা সম্ভাবত নাগা-সামান্থাকে বিবাহবিচ্ছেদের রাস্তায় টেনে নিয়ে গিয়েছে। এমনটাই মনে করেন নেটিজেনরা।
শোনা যায়, শুধু নাগা চৈতন্যই নন, তাঁর পরিবারের সদস্যরাও সামান্থা রথ প্রভুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় এবং আইটেম নম্বরে অভিনয় নিয়ে মোটেই খুশি ছিলেন না। প্রসঙ্গত, বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই অভিনেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছিল যে, তিনি তাঁর স্টাইলিস্টের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। যদিও এমন অভিযোগ ওঠার পর সামান্থা আর্জি জানিয়ে বলেছিলেন, 'বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া খুবই যন্ত্রণাদায়ক। এই ক্ষতটা সারিয়ে তোলার জন্য আমাকে একা থাকতে দিন। ব্যক্তিগতভাবে এই আক্রমণ আমাকে আহত করছে। প্রতিশ্রুতি দিচ্ছি, এমন অভিযোগ আমি আমার বিরুদ্ধে উঠতে দেব না।'