Naga Chaitanya Rashmika Movie: পর্দায় এবার জুটি বাঁধবেন নাগা চৈতন্য ও রশ্মিকা মান্দান্না? জল্পনা তুঙ্গে
Upcoming Movie: গত মাসে শোনা যায়, এই ছবির সঙ্গে নাগা চৈতন্যের ঠাকুর্দা ও বর্ষীয়াণ অভিনেতা আক্কিনেনি নাগেশ্বরা রাওয়ের (Akkineni Nageswara Rao) বিশেষ সম্পর্ক থাকবে।
নয়াদিল্লি: আগেই শোনা গিয়েছিল যে 'গীতা গোবিন্দম' (Geetha Govindam) পরিচালক পরশুরামের (Parasuram) সঙ্গে সিনেমা করতে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য (Naga Chaitanya)। যদিও ছবির কথা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে এখনই ছবি নিয়ে অনেক আশা তৈরি হয়েছে। এরইমধ্যে শোনা গেল আরও এক খবর। ছবিতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে জানেন?
নাগা চৈতন্যের সঙ্গে কে জুটি বাঁধবে?
ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিচালক পরশুরাম তাঁর আগামী ছবিতে 'গীতা গোবিন্দম' নায়িকা রশ্মিকা মান্দান্নাকেই (Rashmika Mandanna) কাস্ট করতে চান। ছবিতে নাগা চৈতন্যের প্রেমিকার চরিত্রে দেখা যেতে পারে রশ্মিকাকে। অর্থাৎ এই খবরে সিলমোহর পড়লে, দর্শক নতুন এক জুটিকে পাবে।
এই ছবিতে নাগা চৈতন্য ও রশ্মিকা মান্দান্না কাজ করলে এটি তাঁদের প্রথম কাজ হবে একসঙ্গে। এছাড়া পরশুরামের সঙ্গে রশ্মিকার এটি দ্বিতীয় কাজ হবে কারণ 'গীতা গোবিন্দম' ছবিতেও রশ্মিকা ছিলেন। তবে নির্মাতাদের তরফে কোনও নিশ্চিত খবর ঘোষণা করা হয়নি।
গত মাসে শোনা যায়, এই ছবির সঙ্গে নাগা চৈতন্যের ঠাকুর্দা ও বর্ষীয়াণ অভিনেতা আক্কিনেনি নাগেশ্বরা রাওয়ের (Akkineni Nageswara Rao) বিশেষ সম্পর্ক থাকবে। সূত্রের খবর, ছবির নাম বর্ষীয়াণ অভিনেতার নামের সঙ্গে মিল রেখেই হবে।
অন্যদিকে, নাগা চৈতন্য ডেবিউ করছেন বলিউডে (Bollywood Debut)। আমির খানের সঙ্গে তাঁকে দেখা যাবে 'লাল সিংহ চাড্ডা' (Laal Singh Chaddha) ছবিতে। বহু প্রতীক্ষিত এই ছবি ১৯৯৪ সালের মার্কিন ছবি 'ফরেস্ট গাম্প'-এর (Forrest Gump) অফিসিয়াল হিন্দি রিমেক। ১৯৮৬ সালে প্রকাশিত একই নামের উইন্সটন গ্রুমের বইয়ের সিনেমা সংস্করণ এটি। 'লাল সিংহ চাড্ডা' ছবিতে করিনা কপূর খানকে দেখা যাবে প্রধান নারী চরিত্রে।
View this post on Instagram
আরও পড়ুন: Sushmita Sen: পার্টিতে হাজির প্রাক্তন প্রেমিক, সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম লাইভ ঘিরে জল্পনা
অন্যদিকে রশ্মিকা মান্দান্নাও বলিউডে পা রাখতে চলেছেন। তাঁর হাতে এখন একাধিক কাজ। তিনি ডাবিং সারছেন 'গুড বাই' ছবির। শ্যুটিং সারছেন 'অ্যানিম্যাল' ছবির।