এক্সপ্লোর
অবশেষে তনুশ্রী দত্তকে আইনি নোটিস পাঠালেন নানা পাটেকর, দাবি 'যৌন হেনস্থার' মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে!
![অবশেষে তনুশ্রী দত্তকে আইনি নোটিস পাঠালেন নানা পাটেকর, দাবি 'যৌন হেনস্থার' মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে! Nana Patekar sends legal notice to Tanushree Dutta; seeks apology for sexual harassment accusations! অবশেষে তনুশ্রী দত্তকে আইনি নোটিস পাঠালেন নানা পাটেকর, দাবি 'যৌন হেনস্থার' মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/02102812/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্ককে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সরগরম সংবাদমাধ্যম। তনুশ্রীর আনা যৌন হেনস্থার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন নানা পাটেকর। সেসময় তিনি একথাও বলেন, এধরনের মন্তব্যের জন্যে তিনি অভিনেত্রীকে আইনি নোটিসও পাঠাতে পারেন। মাঝে শোনা গিয়েছিল, অভিনেতা তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়েও দিয়েছেন। সেই খবর সঠিক না হলেও, অবশেষে সোমবার তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়ে দিলেন নানা পাটেকরের আইনজীবী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার জন্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন নানা।
তবে এই নোটিস সম্পর্কে এইমুহূর্তে বিস্তারিত ভাবে আর কিছু জানাতে চাননি নানার আইনজীবী রাজেন্দ্র শিরোদকর। আজ সাংবাদিক বৈঠকও করতে পারেন নানা।
তবে তনুশ্রীর অভিযোগ সামনে আসার পরই প্রিয়ঙ্কা চোপড়া, টুইঙ্কল খন্না, বরুণ ধওয়ান, সোনাম কপূর, ফারহান আখতারের মতো অভিনেতারা অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন। আবার অমিতাভ বচ্চন বা আমির খানের মতো বড়মাপের অভিনেতারা নিজেদের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। রাখী সাবন্ত আবার তনুশ্রীর বিরুদ্ধে সেসময় মাদকাসক্ত থাকার অভিযোগ এনেছেন। সব মিলিয়ে একটি বিষয় পরিস্কার, এই বিতর্ক খুব তাড়াতাড়ি থামছে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)