এক্সপ্লোর
Advertisement
পরেশ রাওয়াল নন, বায়োপিকে মোদীর ভূমিকায় অক্ষয় কুমার?
নয়াদিল্লি: আগে শোনা যাচ্ছিল পরেশ রাওয়াল করবেন। কিন্তু বিজেপি-ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, পরেশ রাওয়াল, অনুপম খের বা ভিক্টর ব্যানার্জি, এঁদের কেউই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয়ের জন্য শেষ পর্যন্ত অক্ষয় কুমারকেই বেছে নিতে চলেছেন ছবির পরিচালক, প্রযোজক।
কারণ একটাই, বাকিদের তুলনায় ফিল্মি দর্শককূলের কাছে অক্ষয়ের আবেদন অনেক বেশি, জনপ্রিয়তার মাপকাঠিতে বহু দূরে এগিয়ে তিনি।
সূত্রটিকে উদ্ধৃত করে বলা হয়েছে, অক্ষয় মোদীর চরিত্রে অনেক বেশি মানুষের মন ছুঁয়ে যাবেন।
মোদীর ভূমিকায় অক্ষয়কেই সঠিক বাছাই মনে করেন বিজেপির অভিনেতা-এমপি শত্রুঘ্ন সিনহা। তাঁর মত, অক্ষয় ভারতের মিঃ ক্লিন। নতুন উদীয়মান ভারতের সঙ্গে তাঁর ভাবমূর্তি চমত্কার খাপ খায়।
অক্ষয়ে সায় রয়েছে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের চেয়ারপার্সন স্বঘোষিত মোদী-ভক্ত পহেলাজ নিহালনিরও।
তাঁর বক্তব্য, আমি তো অক্ষয়ের চেয়ে ভাল আর কাউকে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকায় ভাবতেই পারি না। কলঙ্কহীন আদর্শবাদীর ইমেজ ওর। আর কী সব ছবিতে ও ইদানীং কাজ করছে! টয়লেট: এক প্রেম কথা, প্যাডম্যান সমাজ সংস্কারের বার্তাবাহী ছবি, যে ধারার সঙ্গে যুক্ত ছিলেন গুরু দত্ত, ভি শান্তারামের মতো মানুষজন। তাছাড়া নীচুতলা থেকে শুরু করে অনেক লড়াই করেই জাতীয় স্তরে তারকা হয়েছেন অক্ষয়, একেবারে ঠিক মোদীজীর মতো।
অক্ষয়ের টয়লেট প্রেম কথা রিলিজ হচ্ছে ১১ আগস্ট। ছবির ট্রেলার দেখে বাহবা জানিয়েছেন মোদীও। বলেছেন, স্বচ্ছ ভারত-এর প্রচারে একটা দারুণ প্রয়াস এই ছবি।
ট্যুইটার, ফেসবুকে অগুনতি ফলোয়ার তাঁর। নিঃসন্দেহে দেশের সেরা জনপ্রিয় রাজনীতিক মোদী। তাঁর বায়োপিক যেখানে হচ্ছে, সেখানে কে তাঁর ভূমিকায় অভিনয় করবেন, প্রত্যাশিত ভাবেই তা নিয়ে জল্পনা থাকবেই।
সম্প্রতি সেনা জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য 'ভারত কে বীর' শিরোনামে একটি ওয়েবসাইট খুলেছেন অক্ষয়। কর্তব্য পালন করতে গিয়ে মারা যাওয়া সেনা জওয়ানের পরিবারকে সাহায্য দিতে ইচ্ছুকরা ওই সাইটে ঢুকে ডোনেশন দিতে পারবেন। এই উদ্যোগ নেওয়ায় উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে তাঁর। সেটাকেই ব্যবহার করতে চান মোদীর বায়োপিক নির্মাতারা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement