National Film Awards 2021: জাতীয় পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুতের 'ছিছোরে', জানুন ছবির নেপথ্য় কাহিনি
সেরা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেল সুশান্ত সিং রাজপুতের 'ছিছোরে'। ৫০ কোটি বাজেটের এই সিনেমা বক্সঅফিসে আয় করেছিল ২১৫ কোটি। পড়ুন বিস্তারিত
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। যা ঘিরে সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ ও সিনেপ্রেমী দর্শক, সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবছর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠান। গতবছর মে মাসে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার জন্য় তা পিছিয়ে যায়। আজ অর্থাৎ ২২শে মার্চ অপেক্ষার অবসান করে অনুষ্ঠিত হল এই অ্য়াওয়ার্ড শো। বিভিন্ন কলাকুশলী থেকে শুরু করে একাধিক ছবি। পুরষ্কার প্রাপকদের সংখ্য়াটা অনেকটাই লম্বা।
তবে এখন যে ছবির কথা বলব সেটির জন্য় দর্শকের মনে আলাদা জায়গা আছে। ছবিটি হল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোরে’। ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে সেরা ছবি মনোনীত হয়েছে ‘ছিচোরে’। ২০১৯-এর ৬ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি ‘ছিছোরে’তে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর সহ বলিউডেক একাধিক চেনা মুখেরা।
এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছিলেন সুশান্ত ও শ্রদ্ধা। তাঁদের কাজ প্রশংসা কুড়িয়েছিল সমালোচক ও দর্শকের। ৫০ কোটি বাজেটের এই সিনেমা বক্সঅফিসে আয় করেছিল ২১৫ কোটি। ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই ছবি।
‘ছিছোরে’ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন প্রীতম ও গানের লিরিক লিখেছিলেন অমিতাভ ভট্টাচার্য।
কমেডি-ড্রামাধর্মী ‘ছিছোরে’ পরিচালনার পাশাপাশি ছবিটির গল্পটিও লিখেছেন নীতেশ তিওয়াড়ি। আত্মহত্য়ার মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই ছবির হাত ধরে। একঝাঁক কলেজ পড়ুয়ার জীবনও ‘ছিছোরে’ ছবিটির অন্য়তম আকর্ষণ।
‘ছিছোরে’ মুক্তির পর মাত্র কয়েকমাসের মধ্য়েই, ১৪ই জুন ২০২০তে সুশান্তের ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তদন্ত উঠে আসে আত্মহত্য়াই তাঁর মৃত্য়ুর কারণ। কিন্তু সুশান্তের মৃত্য়ু ঘিরে চাপানউতোর চলেছিল বহুদিন। সুশান্তের মৃত্য়ু রহস্য়ের সমাধানে মাঠে নামতে হয়েছিলে CBI, ED ও NCB কে। বলিউডে মাদক-যোগ নিয়েও সেইসময় জলঘোলা কম হয়নি।
সবশেষে সুশান্ত যে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সেই তথ্য়ই সামনে আসে। যদিও অনেকেই দাবি করেছিলেন যে সুশান্তকে খুন করা হয়েছে।