Anik Dutta on National Film Awards: 'সোমনাথ ও আনন্দ গুণী! তার ওপর আমার দৌরাত্ম্য সহ্য করে', জাতীয় পুরস্কার পেয়ে প্রতিক্রিয়া অনীক দত্তের
National Film Awards 2024: কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সাদা কালোয় তৈরি ছবি 'অপরাজিত' ঝড় তোলে মুক্তির পর। এই ছবির নেপথ্যে অবশ্যই প্রধান কারিগর পরিচালক অনীক দত্ত।
কলকাতা: ঘোষণা হয়ে গেল ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (70th National Film Awards) বিজয়ীদের তালিকা। দেশের সেরাদের মধ্যে দুই বিভাগে সেরার শিরোপা পেলেন বাংলার দুই দক্ষ টেকনিশিয়ান। 'বেস্ট মেকআপ আর্টিস্ট' (Best Make Up) হিসেবে সোমনাথ কুণ্ডু ও 'বেস্ট প্রোডাকশন ডিজাইন'-এর (Best Production Design) জন্য আনন্দ আঢ্য পেলেন সেরার শিরোপা। দুটিই একই ছবির জন্য। অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' (Aparajito) যার সাফল্য ছড়িয়ে পড়েছিল বাংলার গণ্ডি পেরিয়ে, দেশ ও বিদেশেও। রাজ্যের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে এই খবর সত্যিই আনন্দের। স্বাভাবিকভাবেই আনন্দিত ছবির পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। এবিপি লাইভকে কী প্রতিক্রিয়া দিলেন পরিচালক?
জাতীয় পুরস্কারের দুই বিভাগে জয়ী 'অপরাজিত', কী প্রতিক্রিয়া অনীক দত্তের?
কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সাদা কালোয় তৈরি ছবি 'অপরাজিত' ঝড় তোলে মুক্তির পর। এই ছবির নেপথ্যে অবশ্যই প্রধান কারিগর পরিচালক অনীক দত্ত। তাঁর হাত ধরেই তৈরি হয় জিতু কমলের চরিত্র। আর যাঁর হাত ধরে পর্দায় প্রাণ পায় সেই চরিত্র তিনি সোমনাথ কুণ্ডু। বাংলা চলচ্চিত্র জগতের তারকা রূপটান শিল্পী তিনি। তাঁর কাজের নতুন করে ভূমিকার প্রয়োজন পড়ে না বাঙালি দর্শকের কাছে। তবে শুধু মেকআপেই নয়, শ্রেষ্ঠত্বের নিরিখে এই ছবির প্রোডাকশন ডিজাইনও নজর কেড়েছে দেশের সমস্ত ছবির মধ্যে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখে দর্শক নিঃসন্দেহে পৌঁছে গিয়েছিলেন মানিক-অধ্যায়ে! প্রোডাকশনের এই সম্পূর্ণ ডিজাইনিংয়ের কৃতিত্ব যাঁর, তিনিও আজ দেশের সেরা। আনন্দ আঢ্য।
এই আনন্দের খবর পেয়ে প্রতিক্রিয়া জানতে এবিপি লাইভের তরফে যোগাযোগ করা হয় পরিচালক অনীক দত্তের সঙ্গে। তিনি বলেন, 'আমি সোমনাথ ও আনন্দকে অনেক অভিনন্দন জানাই। ওঁরা দু'জনেই খুব গুণী এবং অত্যন্ত পরিশ্রমী শিল্পী। তার ওপর আমার দৌরাত্ম্যও সহ্য করতে হয়। আমি খুবই খুশি। আমাদের পুরো টিম ওঁদের সাফল্যে সামিল।'
প্রসঙ্গত এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ব্লকবাস্টার ছবি 'কান্তারা' (Kantara) অভিনেতা ঋষভ শেট্টি (Rishab Shetty)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দু'জন। 'থিরুচিত্রামবালম' ছবির জন্য নিত্যা মেনন ও মানসী পারেখ পেয়েছেন 'কছ এক্সপ্রেস' ছবির জন্য। আঞ্চলিক ক্ষেত্রে সেরা বাংলা ফিচার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।