National Film Awards 2024: প্রায় ২ দশকের কর্মজীবনে প্রথমবার জাতীয় পুরস্কার, উচ্ছ্বসিত প্রীতম বললেন...
Pritam Chakraborty: ২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভট্ট ও রণবীর কপূর অভিনীত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা'। যে ছবির গান মানুষকে বুঁদ করেছিল। এবার সেই ছবির সঙ্গীত পরিচালনার জন্যই পুরস্কৃত প্রীতম।
নয়াদিল্লি: প্রায় দুই দশক ব্যাপী তাঁর কর্মজীবন। সুর করেছেন প্রায় ১২৫টিরও বেশি হিন্দি ছবিতে। জিতেছেন অজস্র পুরস্কার, সম্মান। কিন্তু ১৬ অগাস্ট ২০২৪, নিঃসন্দেহে প্রীতম চক্রবর্তীর (Pritam Chakraborty) জীবনে বিশেষ হয়ে থেকে যাবে। কারণ এদিনই তাঁর ঝুলিতে প্রথম স্থান পেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards 2024)। 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা' (Brahmastra: Part 1 - Shiva) ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের (Best Music Director) শিরোপা পেলেন শিল্পী।
প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন প্রীতম
২০২২ সালে মুক্তি পায় আলিয়া ভট্ট ও রণবীর কপূর অভিনীত 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা'। যে ছবির গান মানুষকে বুঁদ করেছিল। এই ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্ব সামলেছিলেন প্রীতম চক্রবর্তী। আর তাতেই কেল্লাফতে। সেরা সঙ্গীত পরিচালক হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। এদিন হিন্দুস্তান টাইমসকে দেওয়া প্রতিক্রিয়ায় শিল্পী বলেন, 'খুব স্পেশাল অনুভব করছি। জ্যুরিদের প্রতি আমি কৃতজ্ঞ।'
তিনি আরও বলেন, 'আমি নির্মাতাদের ও এই ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই তাঁদের সমর্থন ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মিউজিককে এত ভালবাসা দেওয়ার জন্য শ্রোতাদের অনেক ধন্যবাদ।' প্রসঙ্গত, এই ছবির 'কেসরিয়া' গানের জন্যই দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেলেন অরিজিৎ সিংহ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হয়ে গেল। সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হলেন ব্লকবাস্টার ছবি 'কান্তারা' (Kantara) অভিনেতা ঋষভ শেট্টি (Rishab Shetty)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন 'থিরুচিত্রামবালম' ছবির জন্য নিত্যা মেনন ও মানসী পারেখ পেয়েছেন 'কছ এক্সপ্রেস' ছবির জন্য। সেরা ছবি হিসেবে পুরস্কৃত হল মালয়লম 'আট্টম'।
অন্যান্য বিভাগে সেরা পরিচালকের তকমা পেয়েছেন 'উঁচাই' ছবির জন্য সূরজ বরজাতিয়া। আঞ্চলিক ক্ষেত্রে সেরা বাংলা ফিচার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান'। ৭০ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্মের ক্ষেত্রে মোট ২৭টি বিভাগ, নন-ফিচার ফিল্মের ক্ষেত্রে ১৫টি বিভাগ ও বেস্ট রাইটিং অন সিনেমার ক্ষেত্রে ২টি বিভাগে পুরস্কার ঘোষণা হয়।
এই বছরে মোট ৩২টি ভাষার ৩০৯টি ফিচার ফিল্ম, ১৭টি ভাষার ১৩০টি নন ফিচার ফিল্মের মনোনয়ন জমা পড়ে। এদিন জানানো হয় যে 'দাদাসাহেব ফালকে পুরস্কার' প্রাপকের নাম ঘোষণা করা হবে পরে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।