Nawazuddin Siddiqui: ১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমার একনিষ্ঠ দর্শক, অভিনয় জগতে আসার প্রস্তুতি নিচ্ছে নওয়াজ-কন্যা
Shora Siddiqui: জি ফাইভে মুক্তির অপেক্ষায় 'রাউতু কা রাজ'। তারই প্রচারে ব্যস্ত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি জানান যে তাঁর মেয়ে, শোরা সিদ্দিকি, প্রস্তুতি নিচ্ছেন অভিনয় জগতে আগমনের।
নয়াদিল্লি: বাবার পথ অনুসরণ করতে চলেছে মেয়ে। অভিনয় জগতেই নাম লেখাতে চলেছে বছর ১৪-এর শোরা সিদ্দিকি (Shora Siddiqui)। এবার কি তবে 'নেপোটিজম' (Nepotism) লড়াইয়ে সামিল হবেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও (Nawazuddin Siddiqui)? শোনা যাচ্ছে, মেয়ে নাকি শুরু করেছেন তালিম নিতেও।
অভিনয় জগতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন নওয়াজ-কন্যা শোরা
ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির অপেক্ষায় 'রাউতু কা রাজ'। তারই প্রচারে ব্যস্ত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি জানান যে তাঁর মেয়ে, শোরা সিদ্দিকি, প্রস্তুতি নিচ্ছেন অভিনয় জগতে আগমনের। শোরা নাকি তাঁর শিক্ষকের কাছে অনুরোধ করেছেন স্কুলের 'পারফর্মিং আর্ট ফ্যাকাল্টি'তে অংশ নিতে এবং মাত্র ১৪ বছর বয়সেই ওয়ার্ল্ড সিনেমা দেখছে সে।
ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমার মেয়ে এখন প্রশিক্ষণ নিচ্ছে। ও নিজেই গিয়ে, শিক্ষকের কাছে হাতজোড় করে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছে। ও বলেছে, 'আমি অভিনয় শিখতে চাই'।'
তিনি শোরার ট্রেনিং সিলেবাসের ব্যাপারেও জানান, এও বলেন যে ফাইনাল বছরে একটি নাটকে অংশও নেবে সে। নওয়াজ বলেন, 'ওই স্কুলের ওই ডিপার্টমেন্টে ওঁরা বছরের শেষে একটি নাটক পারফর্ম করবে, যার জন্য নিজেদের কস্টিউম নিজেদের তৈরি করতে হবে, কাঠের কাজও নিজেদের করতে হবে, যা যা প্রপস ব্যবহৃত হবে, সবটাই নিজেদের তৈরি করতে হবে, এছাড়াও আলো নিজেদের করতে হবে, সব কাজটাই নিজেদের করতে হবে এবং সবশেষে এমন একটা শো হবে যা টিকিট কেটে দেখতে হবে। এই কঠিন প্রশিক্ষণ ও নিচ্ছে। সবটাই ও নিজে নিজে করছে।'
নওয়াজের কথায় মেয়েকে কোনওদিনই তিনি অভিনয় জগতে আসার কথা বলেননি, তবে যতরকমভাবে মেয়ের স্বপ্নের পাশে থাকা যায়, তা করছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় ক্ষমতার অনুরাগীর গোটা দেশ। তাহলে মেয়েকে তিনি কি প্রশিক্ষণ দিচ্ছেন? কোনও টিপস? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, 'না, ঘর কি মুরগি ডাল বরাবর হোতি হ্যায় না, ওরকমই। ও অনেক সিনেমা দেখে, ওয়ার্ল্ড সিনেমা দেখে। এখন ওর বয়স ১৪, এখনই রোজ একটা করে সিনেমা দেখে। একবার আমাকে দেখাতে একটা অংশ পারফর্ম করেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কী করে করল এটা। মেয়ে বলে, 'বাবা আমি সমস্ত প্রস্তুতি নিচ্ছি। ফিল্ম দেখি আমি।' তো এটা ওর প্যাশন, আমি কী বলব?'
আরও পড়ুন: Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন ! বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক
এর আগে একবার অভিনেতা জানিয়েছিলেন যে তাঁর মেয়ের অভিনয়ের দিকে ঝোঁক আছে। তিনি একটি ভিডিও ক্লিপ একবার শেয়ার করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই খানিক খ্যাতি সে পেয়ে গিয়েছে। নওয়াজউদ্দিন ও আলিয়ার এক ছেলেও আছে, ইয়ানি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।