দুবাইয়ে 'এক্সেলেন্স ইন সিনেমা' পুরস্কারে ভূষিত হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
'তলাশ', 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'বদলাপুর', 'মম', 'বজরঙ্গি ভাইজান', 'দেখ ইন্ডিয়ান সার্কাস', 'দ্য লাঞ্চবক্স', 'ফটোগ্রাফ', 'মান্টো' ইত্যাদি আরও অজস্র ছবিতে পাওয়ার-প্যাকড অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
মুম্বই: 'এক্সেলেন্স ইন সিনেমা' পুরস্কারে ভূষিত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দুবাইয়ে অনুষ্ঠিত হল 'ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট'। সেখানেই এই পুরস্কারে সম্মানিত করা হল নওয়াজকে।
একাধিক ছবিতে নিজের সাবলীল অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজউদ্দিন। 'তলাশ', 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'বদলাপুর', 'মম', 'বজরঙ্গি ভাইজান', 'দেখ ইন্ডিয়ান সার্কাস', 'দ্য লাঞ্চবক্স', 'ফটোগ্রাফ', 'মান্টো' ইত্যাদি আরও অজস্র ছবিতে পাওয়ার-প্যাকড অভিনয় করেছেন তিনি। কমার্শিয়াল ছবি থেকে অন্য ধারার ছবি, সিরিজ, সর্বত্রই মুগ্ধ করেছেন দর্শকদের।
View this post on Instagram
নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায়, 'একজন শিল্পীর কাছে নিজের কাজের জন্য দর্শকদের ভালবাসা ও প্রশংসা পাওয়ার থেকে বড় কোনও পুরস্কার হতে পারে না এবং আমি আনন্দিত যে দুবাইয়ের মানুষেরা আমাকে এত ভালবাসা দিয়েছেন। দুবাইয়ে দাঁড়িয়ে, এরকম প্রাণোচ্ছ্বল দর্শকদের সামনে এই ধরনের পুরস্কার পেয়ে আমি বিগলিত বললেও কম বলা হবে।'
সুধীর মিশ্র পরিচালিত নেটফ্লিক্সের 'সিরিয়াস মেন'-এর জন্যেও পরের বছরের 'এমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস'-এ মনোনীত হয়েছেন নওয়াজউদ্দিন। এমির 'বেস্ট পারফর্ম্যান্স বাই অ্যান অ্যাক্টর' ক্যাটেগরিতে নওয়াজই মনোনীত একমাত্র ভারতীয় অভিনেতা। একইসঙ্গে মনোনীত হয়েছেন, 'দ্য গ্রেট হাইস্ট'-এর ক্রিশ্চিয়ান তাপ্পান, 'ডেস'-এর ডেভিড টেনান্ট ও 'নর্মালি'-এর রয় নিক।
আরও পড়ুন: পল্লবী চট্টোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
চলতি বছরে মোট চারটি ছবির কাজ শেষ করেছেন নওয়াজ। সেগুলি হল 'হিরোপন্থি ২', 'যোগিরা সারা রা রা', 'অদ্ভূত', 'সঙ্গীন'। নওয়াজউদ্দিন আপাতত কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় 'টিকু ওয়েডস শেরু' ছবির কাজ শুরু করবেন নভেম্বর থেকে।