(Source: ECI/ABP News/ABP Majha)
Nawazuddin Siddiqui: পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির মায়ের, মুখ খুললেন আলিয়া
Bollywood Celebrity Updates: অভিনেতার মা বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় সম্প্রতি মুখ খুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া।
মুম্বই: দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির (Aalia Siddiqui) মধ্যে। এবার অভিনেতার মা বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় সম্প্রতি মুখ খুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া।
পারিবারিক সমস্যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি-
২৩ জানুয়ারি পুত্রবধূ আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মা মেহরুন্নিশা সিদ্দিকি। অভিযোগ দায়ের হওয়ার পর ভারাসোভা পুলিশ অভিনেতার স্ত্রীকে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য। ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এরপরই নিজের সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগরে দিলেন অভিনেতার স্ত্রী।
">
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এফআইআরের একটি ছবি পোস্ট করে নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়া প্রশ্ন তুলেছেন যে, তিনি কি কোনওদিনও বিচার পাবেন? সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর মায়ের সঙ্গে উত্তপ্ত কথপোকথন হয় আলিয়া সিদ্দিকির। ক্ষোভ প্রকাশ করে অভিনেতার স্ত্রী লিখেছেন, 'চমকে গেলাম। আমার স্বামীর বিরুদ্ধে আমার সত্যিকারের ভয়ঙ্কর অপরাধমূলক অভিযোগগুলো পুলিশ দেখতেই পেল না। আর যখন আমি আমার স্বামীর বাড়িতে ঢুকতে গেলাম, আমার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ এবং এফআইআর দায়ের করা হল। তাও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। আমি কি কোনওদিনও বিচার পাবো?'
আরও পড়ুন - Deepika Padukone Updates: শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন দীপিকা পাড়ুকোন
প্রসঙ্গত, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং আলিয়া সিদ্দিকি। তাঁদের দুই সন্তানও রয়েছে। আলিয়া হলেন নওয়াজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী। তিনি নিজে একজন ছবি প্রযোজকও। ২০২০ সালে অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দায়ের করেন তিনি। সঙ্গে বিবাহবিচ্ছেদের (Divorce) মামলাও দায়ের করেন। মুম্বইয়ের একটি থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আলিয়া। নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ ওঠে ডোমেস্টিক ভায়োলেন্সের (Domestic Violence)। যদিও তার একমাস পর অভিনেতার স্ত্রী সিদ্ধান্ত নেন যে, তিনি তাঁদের এই সম্পর্ককে আরও একটা সুযোগ দেবেন। এরপর ফের সমস্যা দেখা দিল।
অন্যদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে।