Nayanthara Vignesh Shivan Twins: সারোগেসির নিয়ম ভঙ্গ করেননি নয়নতারা-ভিগনেশ, জানাল তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর
Nayanthara-Vignesh: অক্টোবরের মাসের ৯ তারিখে মেলে সুখবর। দুই জনের সংসারে নতুন সদস্যের আগমন হয়। স্বামী-স্ত্রী থেকে এ বার বাবা-মা হন ভিগনেশ শিবন এবং নয়নতারা। যমজসন্তান আসে তাঁদের ঘরে।
চেন্নাই: অবশেষে স্বস্তি। অভিনেত্রী নয়নতারা (Nayanthara) ও পরিচালক ভিগনেশ শিবন (Vignesh Shivan) 'সারোগেসি অ্যাক্ট ২০২১'-এর (Surrogacy (Regulation) Act, 2021) নিয়ম ভাঙেননি। বুধবার তামিলনাড়ু স্বাস্থ্য দফতর (Tamil Nadu Health Ministry) প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে।
নিয়ম ভাঙেননি নয়নতারা-ভিগনেশ
সম্প্রতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবন। কিন্তু এরপরেই আইনি জটে জড়িয়ে পড়েন তাঁরা। তবে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর একটি প্রতিবেদনে বলেছে যে ভিগনেশ এবং নয়নতারা ২০১৬ সালে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সেরেছিলেন, জানা যাচ্ছে এমনই। এমনকী আইসিএমআর প্রদত্ত সারোগেসি গাইডলাইনও তাঁরা ঠিকঠাক পালন করেছেন বলে জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়, 'হাসপাতাল রোগীদের সম্পর্কে কোনও মেডিকেল রেকর্ড বজায় রাখে না। যখন সারোগেসি (নিয়ন্ত্রণ) আইন, ২০২১ কার্যকর হয়, ততদিনে সারোগেটকে নভেম্বর মাসে ভ্রূণ স্থাপন করা হয়ে গিয়েছিল।'
এর আগে, রিপোর্টে বলা হয় যে তামিলনাড়ু স্বাস্থ্য বিভাগে জমা দেওয়া রিপোর্টে দম্পতি বলেছিলেন যে সারোগেট মা যে সন্তানের জন্ম দিয়েছেন তিনি নয়নতারার আত্মীয় এবং তিনি দুবাইয়ের বাসিন্দা।
প্রসঙ্গত, অক্টোবরের মাসের ৯ তারিখে মেলে সুখবর। দুই জনের সংসারে নতুন সদস্যের আগমন হয়। স্বামী-স্ত্রী থেকে এ বার বাবা-মা হন ভিগনেশ শিবন এবং নয়নতারা। যমজসন্তান আসে তাঁদের ঘরে। চলতি বছরের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং পরিচালক ভিগনেশ। মাত্র ৪ মাসেই কীভাবে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিলেন, এবং তা আইনবিরুদ্ধ, সেই অভিযোগ ওঠে তারকা দম্পতির বিরুদ্ধে।
View this post on Instagram
আরও পড়ুন: Chitrangada Marriage: যাঁর জীবন ফুটিয়ে তুলেছিলেন পর্দায়, সেই নন্দিনীই বিয়ে দেবেন ঋতাভরীর দিদির