Chitrangada Marriage: যাঁর জীবন ফুটিয়ে তুলেছিলেন পর্দায়, সেই নন্দিনীই বিয়ে দেবেন ঋতাভরীর দিদির
Chitrangada Marriage News: কলকাতার বুকেই এক রাজবাড়িতে বসবে বিয়ের আসর। বিয়েতে পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক।

কলকাতা: অপেক্ষায় মধুর অবসান। শীতের আমেজ মেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা ও সম্বিত চট্টোপাধ্যায়। একমাত্র দিদির বিয়ের খবর শেয়ার করে নিলেন খোদ ঋতাভরী চক্রবর্তীই (Ritabhari Chakraborty)।
গতবছর ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। সারা হয়ে গিয়েছিল আইনি বিয়েও। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন চিত্রাঙ্গদা ও তাঁর মা শতরূপা সান্যাল। ফলে বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয়েছিল খোদ চিত্রাঙ্গদাকেই। তবে এই.বছর ডিসেম্বরে সামাজিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন চিত্রাঙ্গদা ও সম্বিত।
আরও পড়ুন: Hungama.com: ফের ওম-শ্রাবন্তী জুটি, 'হাঙ্গামা' করতে আসছেন বনি-কৌশানীও!
ঋতাভরী এবিপি লাইভকে জানাচ্ছেন, কলকাতার বুকেই এক রাজবাড়িতে বসবে বিয়ের আসর। বিয়েতে পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। যে নন্দিনী ভৌমিকের জীবনকে পর্দায় তুলে ধরেছিলেন ঋতাভরী, প্রশ্ন তুলেছিলেন, পৌরহিত্য একা পুরুষদেরই অধিকার কি না, সেই নন্দিনী ভৌমিকের হাতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন চিত্রাঙ্গদা।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। দিদির বিয়ে বলে কথা.. উচ্ছ্বসিত ঋতাভরীও। তিনি ফ্যাশানিস্তা, তাঁর পোশাকের ওপর নজর থাকে নেটদুনিয়ার সবারই। কম যান না দিদি চিত্রাঙ্গদা। বিশেষ দিনে কেমন হবে তাঁদের সাজ, তা নিয়ে অবশ্যই অপেক্ষা থাকবে অনুরাগীদের।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
