এক্সপ্লোর
Advertisement
ফোন বাজেয়াপ্ত করার পর সারা,শ্রদ্ধাকে সই করাতে ভুলে গিয়ে তাঁদের বাড়ি ছুটলেন এনসিবি কর্তারা
ইতিমধ্যেই যাঁদের জেরা করেছে এনসিবি, তাঁদের মধ্যে রয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুর প্রমুখ।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তদন্তের স্বার্থে শ্রদ্ধা কপূর ও সারা আলি খানের মোবাইল বাজেয়াপ্ত করা হলেও সে ব্যাপারে দুই অভিনেত্রীকে সই করাতে ভুলে গিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাই পরে আবার তাঁদের বাড়ি গিয়ে সই করিয়ে আনতে হল।
প্রসঙ্গত সংশ্লিষ্ট মামলাটিতে মাদকের যোগাযোগের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এনসিবি। সন্দেহভাজনদের তালিকাটি দীর্ঘ। ইতিমধ্যেই যাঁদের জেরা করেছে এনসিবি, তাঁদের মধ্যে রয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুর প্রমুখ। এনসিবি মনে করছে এই নায়িকাদের অনেকেই সঙ্গেই মাদক সংক্রান্ত বিষয়ে অন্য বহু লোকের কথা হয়েছে। সেসব খতিয়ে দেখতেই এনসিবি তৎপর হয়েছে।আর সেই কারণেই এঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই বাজেয়াপ্তকরণের জন্য প্রত্যেককে কাগজে সই করিয়ে নেওয়া বাধ্যতামূলক।আর সেই অতি জরুরি কাজটিই করতে কোনও কারণে ভুলে গিয়েছিলেন এনসিবি কর্তারা।ব্যাপারটা খেয়াল করার পরই তড়িঘড়ি সই করানোর জন্য অফিসাররা দৌড়ে যান সারা ও শ্রদ্ধার বাড়ি।সারাকে বাড়িতে পাওয়া যায়নি। তখন সারা-র হয়ে সই করে দেন তাঁর অতি ঘনিষ্ঠ এক স্টাফ।
দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুলপ্রীত সিং, শ্রদ্ধা কপূর- প্রত্যেকেই জেরায় জানিয়েছেন যে সুশান্তের মাদক নেওয়ার অভ্যাস সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। উল্লেখ্য সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা-সহ এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement