Neel Trina on Laxmi Puja: ৫০-৬০টা লুচি একাই ভেজে ভোগের আয়োজন, লক্ষ্মীপুজোর আয়োজনে তৃণার সঙ্গী নীল
Neel Trina: প্রতিবার পুজোর ভোগ রান্না নাকি নিজের হাতেই করেন তৃণা আর তাঁর শাশুড়িমা। রান্না করতে ভালোবাসেন বলে তৃণার এই সমস্ত আয়োজন করতে ভালোই লাগে।
কলকাতা: নীলের নাকি খুব ইচ্ছা দুর্গাপুজো করার। আর তাই তৃণা বলেছিলেন, আগে লক্ষ্মীপুজো হোক, তবে তো দুর্গাপুজো। সেই কথা মেনেই আজ লক্ষ্মীপুজোর আয়োজন নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)-র বাড়িতে।
লক্ষ্মীপুজোর সকালটা শুরু হয়েছিল কী ভাবে, জানতে নীল আর তৃণার বাড়ি পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ (ABP Ananda)। তৃণা বলছেন, 'সকাল থেকে নীল ২টো কাজ করেছে। মিষ্টির আয়োজন করেছে আর যাবতীয় ফোন ধরেছে।' স্ত্রীকে থামিয়ে নীল বলে উঠলেন, 'আজ রবিবার। আমি সকাল ১২টার আগে ঘুম থেকে উঠি না কখনও। আজ সকাল ১০.৩০টে উঠে যাবতীয় কাজ করেছি। পরের বছর খুব দুর্গাপুজো করার ইচ্ছা রয়েছে আমার। সেটা নিজের বাড়িতে না হলেও কোনও সংস্থার সঙ্গে...'
আরও পড়ুন: Aparajita Auddy: লাল বেনারসি, সোনার গয়নায় সাজালেন বাড়ির লক্ষ্মীকে, অপরাজিতার কোজাগরীর সাতকাহন
নীলের কথাকে থামিয়ে দিয়ে তৃণা বলে উঠলেন, 'আমি বলেছি দুর্গাপুজো করার ইচ্ছা শুরু হোক লক্ষ্মীপুজো দিয়ে। আমি সকাল থেকে ৫০-৬০টা মতো লুচি ভেজেছি একা। এই কাজটা নীল করে দেখাতে পারলে পরের বছর দুর্গাপুজোর পুরো দায়িত্ব আমার।'
প্রতিবার পুজোর ভোগ রান্না নাকি নিজের হাতেই করেন তৃণা আর তাঁর শাশুড়িমা। রান্না করতে ভালোবাসেন বলে তৃণার এই সমস্ত আয়োজন করতে ভালোই লাগে। সব মিলিয়ে জমজমাট নীল-তৃণার লক্ষ্মীপুজো।