Neem Phuler Madhu: ধারাবাহিকের নায়িকা নাকি বিদ্যা বালন? প্রোমো দেখে অবাক নেটদুনিয়া
Bengali Serial Update: ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে দেখানো হচ্ছে, পুঁটির জন্য স্যুইটি যা যা মিথ্যে কথা বলেছে, তা প্রকাশ পেয়ে যাচ্ছে বাড়ির সবার কাছেই। আর এর ফলে, স্যুইটির সমস্ত রাগ পড়েছে পুঁটির ওপর
![Neem Phuler Madhu: ধারাবাহিকের নায়িকা নাকি বিদ্যা বালন? প্রোমো দেখে অবাক নেটদুনিয়া Neem Phuler Madhu Bengali Serial Update Vidya Balan Bhul Bhoolaiya Entertainment News Update Neem Phuler Madhu: ধারাবাহিকের নায়িকা নাকি বিদ্যা বালন? প্রোমো দেখে অবাক নেটদুনিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/9a86c58e4b9932bb2c8e845ea7d69837171800890954849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলা ধারাবাহিকে বলিউডের ছোঁয়া তো নতুন নয়। গান থেকে শুরু করে একাধিক গল্পের মোড়েই বারে বারে ফিরে আছে বলিউডের ছোঁয়া। আর এবার, ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-র নায়িকা পর্ণা মনে করালেন বিদ্যা বালন (Vidya Balan)-কে! সদ্য ধারাবাহিকের নতুন এপিসোডের প্রোমো দেখে, এই কথাই বলছেন নেটিজেনরা।
ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে আপাতত দেখানো হচ্ছে, পুঁটির জন্য স্যুইটি যা যা মিথ্যে কথা বলেছে, তা প্রকাশ পেয়ে যাচ্ছে বাড়ির সবার কাছেই। আর এর ফলে, স্যুইটির সমস্ত রাগ গিয়ে পড়েছে পুঁটির ওপর। আর তাই, ছোট্ট পুঁটিকে ভূত সেজে ভয় দেখায় স্যুইটি। এতে পুঁটি ভীষণ ভয় পেয়ে যায়। পরিস্থিতি বুঝে, পুঁটির মুখ থেকে সত্যি কথাটা বের করার চেষ্টা করে পর্ণা। এরপরে পর্ণা ঠিক করে, স্যুইটির মুখ থেকে সব সত্যি কথা বের করার জন্য ভূত সেজে পুঁটিকে ভয় দেখাবে। পর্ণার এই পরিকল্পনায় হাত মেলায় সৃজন, রুচি, জেঠু, চয়ন, পিকলুরা। এরপরে কী হবে?
এই প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকেই যেমন পর্ণার এই নতুন অবতার দেখে উচ্ছ্বসিত, অনেকে আবার কটাক্ষও করেছেন, হিন্দি সিনেমাকে অনুকরণ করে ধারাবাহিকের গল্প তৈরি করা। পর্ণার সাজের সঙ্গে যে কোন ছবির মিল পাওয়া যাচ্ছে, যা স্পষ্টই বোঝা যাচ্ছে। অক্ষয় কুমার (Akshay Kumar), বিদ্যা বালন (Vidya Balan) অভিনীত 'ভুলভুলাইয়া' (Bhool Bhulaiya) ছবির। এই ছবিতে বিদ্যা বালনের মঞ্জুলিকার সাজের সঙ্গে অবিকল মিলে যাচ্ছে পর্ণার এই সাজ। সেই ভরতনাট্যম নাচের হলুদ কস্টিউম, এলোমেলো চুল, লেপ্টে থাকা কাজল.. পর্ণার গোটা সাজই মনে করাচ্ছে বিদ্যা বালনকে। এবার এই এপিসোড সম্প্রচারিত হওয়ার পরে দর্শকদের তা কতটা মনে ধরে সেটাই দেখার।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)