Neena Gupta: বিমানবন্দরে বিপত্তি, বরেলিতে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা নীনাকে
Neena Gupta News: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন নীনা। সেখানে তিনি বলেছেন..

কলকাতা: বিমানবন্দরে গিয়ে বিপত্তির সম্মুখীন অভিনেত্রী নীনা গুপ্ত (Neena Gupta)। তাঁকে ভিআইপি লাইঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিজেই শেয়ার করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। বরেলি বিমানবন্দরে নীনাকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন নীনা। সেখানে তিনি বলেছেন, 'আমি এই লাউঞ্জে আগেও একবার বসেছি। কিন্তু এখন আমায় ঢুকতে বাধা দেওয়া হল। আমার মনে হয়েছিল, এই ধরনের লাউঞ্জ ভিআইপিদের ব্যবহারের জন্য আর আমিও তেমনই। তবে আজ বাধা পেলাম। মনে হয়, ভিআইপি হয়ে ওঠার জন্য আমায় আরও পরিশ্রম করতে হবে।'
শেষ 'লাস্ট স্টোরিজ ২' (Last Stories 2)-তে দেখা গিয়েছিল নীনাকে। তাঁদের প্রেম কাহিনি একসময় ক্রিকেট ও বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ছিল। ভিভ রিচার্ডস (Viv Richards) ও নীনা গুপ্তর (Neena Gupta) প্রেম পরিণতি পায়নি। তবে দুজনের এক কন্যাসন্তান হয়। মাসাবা (Masaba)। আর সেই মেয়ের টানেই বারবার ভারতে ছুটে আসতে দেখা যায় ক্রিকেটের কিংবদন্তিকে। মাসাবার বিয়েতে হাজির হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম ক্রিকেটার। মেয়ে, জামাইয়ের পাশাপাশি সেখানে হাজির প্রাক্তন প্রেমিকা নীনাও। যিনি আবার বর্তমান স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। সকলের ছবি একসঙ্গে পোস্ট করেছেন মাসাবা। সঙ্গে লিখেছেন, 'এই প্রথম গোটা পরিবার একসঙ্গে। এটাই আমরা। আমাদের দুর্দান্ত মিশ্র পরিবার। এখান থেকে যা কিছু পাব সবই বোনাস'।
দুজনকে বন্ধু বলে জানতেন সকলে। সম্পর্কের কথা চাউর হয়নি। আচমকা বিয়ের কথা ঘোষণা করে চমকে দিলেন মাসাবা এবং সত্যদীপ। তারকা ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেতা। সম্প্রতি মায়ানগরীতে নতুন জীবনে পা রেখেছেন এক যুগল। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত এবং অভিনেতা সত্যদীপ মিশ্র। একসঙ্গে এর আগে দেখা গিয়েছে বটে, তবে তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি বলে মনে হয়নি অনেকেরই। তাই বিয়ের খবর সামনে এনে অনুরাগীদের চমকে দিয়েছেন মাসাবা এবং সত্যদীপ। বিয়ের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা।
View this post on Instagram
আরও পড়ুন: Amitabh Bachchan: 'বিজ্ঞাপনে ভুল তথ্য', অমিতাভের বিরুদ্ধে ১০ লাখের জরিমানা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
