'নেহা-অঙ্গদকে শুভেচ্ছা', হাসপাতাল থেকে ছবি পোস্ট অভিনেত্রী সোহা আলি খানের
সোহা আলি খান দু'টো ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিটিতে আপনার মন গলবে। পুঁচকে ইনায়াকে দেখা যাচ্ছে নেহার বেবি বাম্পে চুম্বন করতে। ইনায়া খেমুর চতুর্থ জন্মদিনের পার্টিতে এই ছবিটি তোলা হয়েছিল।
মুম্বই: ৩ অক্টোবর, রবিবার, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তারকা দম্পতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা, তাঁর সোশ্যাল মিডিয়ায়।
'পিঙ্ক' অভিনেতা একটি ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। হাসিমুখে লাভবার্ডস পোজ দিয়েছেন ক্যামেরায়। ফটোশ্যুটের জন্য ট্যুইনিংও করেছেন দু'জনে। সেখানেই তিনি ক্যাপশনে লেখেন, "বেদিস বয়" এসে গেছে!!!! ঈশ্বর আমাদের পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। নেহা এবং ছেলে দু'জনেই ভাল আছে।' তাঁদের চারজনের পরিবারের এই যাত্রা সুখকর হোক, এই আশাই করেছেন ক্যাপশনে। পোস্টে বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
View this post on Instagram
নেহা ধুপিয়ার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহা আলি খানও। লিখেছেন, 'অভিনন্দন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। জন্মদিনের মধ্যে সুন্দর করে টাইমিং করার জন্য শুভেচ্ছা। অনেক ভালবাসা ও আশীর্বাদ, সবসময়।'
সোহা আলি খান দু'টো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নেহা, ক্যামেরায় পোজ দিয়েছেন সোহার সঙ্গে।
View this post on Instagram
প্রথম ছবিটিও আপনার মন গলাবে। পুঁচকে ইনায়াকে দেখা যাচ্ছে নেহার বেবি বাম্পে চুম্বন করতে। ইনায়া খেমুর চতুর্থ জন্মদিনের পার্টিতে এই ছবিটি তোলা হয়েছিল।
রণবিজয় সিংহ, সাবা আলি খান ও অঙ্গদ বেদী এই পোস্টে কমেন্ট করেছেন। ২০১৮ সালের মে মাসে বিয়ে হয় নেহা-অঙ্গদের। তাঁদের প্রথম সন্তান হয় ২০১৮-এর নভেম্বর মাসে, নাম মেহর।
আরও পড়ুন: Neha Dhupia second Child: পুত্র সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া