Neha Dhupia 2nd Child: পুত্র সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া
দ্বিতীয়বার মা হতে চলেছেন তার খবর অনেকদিন আগেই অনুরাগীদের সঙ্গে ভার করে নিয়েছিলেন বলিউডের জন্পরিয় অভিনেত্রী নেহা ধুপিয়া।
মুম্বই : দ্বিতীয়বার মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। রবিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নেহা ধুপিয়ার স্বামী এবং বলিউড অভিনেতা অঙ্গদ বেদী সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়বার বাবা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গে অভিনেত্রীর সঙ্গে মিষ্টি একটি ছবিও পোস্ট করেছেন। ফলে তাঁরা যে এই মুহূর্তে সুখের স্বর্গে বাস করছেন, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, এই মুহূর্তে নেহা ধুপিয়া এবং তাঁর সন্তান সুস্থ রয়েছেন।
আরও পড়ুন - Mumbai Rave Party: মুম্বই রেভ পার্টি থেকে মাদক মামলায় আটক ৮ জনের নাম প্রকাশ করল NCB
দ্বিতীয়বার মা হতে চলেছেন তার খবর অনেকদিন আগেই অনুরাগীদের সঙ্গে ভার করে নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতেন। সন্তান জন্মানোর কিছুদিন আগেও পুল পার্টি করতে দেখা যায় নেহা ধুপিয়াকে। জানিয়েছিলেন, তিনি তাঁর হবু সন্তানের সঙ্গে পুল পার্টি করছেন। অবশেষে সেই খুশির মুহূর্ত এলো। দ্বিতীয়বার মা বাবা হলেন অভিনেত্রী নেহা ধুপিয়া এবং অভিনেতা অঙ্গদ বেদী। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নেহা ধুপিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্গদ বেদী লেখেন, 'সর্ব শক্তিমানের আশির্বাদে আমাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে। নেহা এবং আমাদের সন্তান, দুজনেই সুস্থ রয়েছে। মেহরও তার ছোট্ট ভাইকে কাছে পেতে চলেছে। মাতৃত্বকালীন সময়ে নেহা সত্যিই অনেক কষ্ট সহ্য করেছে। আমাদের চারজনের জীবনে আজ সত্যিই বিশেষ দিন।'
আরও পড়ুন - সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?
আরও পড়ুন - Haider Completes 6 Years: 'হায়দার'-এর কাছে 'চিরঋণী' শাহিদ কপূর, ছবির ৬ বছর পূর্তিতে আবেগঘন পোস্ট অভিনেতার