এক্সপ্লোর
বিদ্যা বালনের বস হচ্ছেন নেহা ধূপিয়া!!
1/8

সোশ্যাল মিডিয়া মারফত্ তাঁর আগামী সিনেমা তুমহারি সুলু-র বিষয়ে অনুরাগীদের জানিয়েছেন নেহা।
2/8

আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।
3/8

এই প্রথম কোনও সিনেমায় একসঙ্গে দেখা যাবে বিদ্যা ও নেহাকে।
4/8

নেহা এই সিনেমার শ্যুটিং জুন মাসে শুরু করবেন। সিনেমায় নেহার স্বামীর ভূমিকায় দেখা যাবে মানব কউলকে।
5/8

এই সিনেমার পরিচালক সুরেশ ত্রিবেণী।
6/8

‘তুমহারি সুলু’-তে বস হয়ে বিদ্যার ওপর হুকুম চালাতে দেখা যাবে তাঁকে!
7/8

নেহার অভিনীত চরিত্রের নাম মারিয়া। সিনেমায় একটি রেডিও কেন্দ্রের প্রধানের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
8/8

বিদ্যা বালনের বস নেহা ধূপিয়া!! হ্যাঁ, তবে তা রুপোলি পর্দায়। আগামী সিনেমা ‘তুমহারি সুলু’-তে বিদ্যার বসের চরিত্রে দেখা যাবে নেহাকে।
Published at : 25 Apr 2017 05:27 PM (IST)
View More























