এক্সপ্লোর
Advertisement
বিলি এইলিশ, আরিয়ানা গ্রান্দেদের পিছনে ফেললেন নেহা কক্কর, কীভাবে?
নেহা কক্কর সম্প্রতি শেয়ার করেছেন এগজ্যাক্টস চার্ট নামক এক সংস্থার দ্বারা প্রকাশিত এক তালিকা।
মুম্বই: বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের ব্যাকফুটে ঠেলে ইউটিউব জনপ্রিয়তার তালিকার উপরের দিকে নেহা কক্কর। ২০১৯ এ ইউটিউব সার্চের নিরিখে বিলি এইলিশ, আরিয়ানা গ্রান্দে, নিকি মিনাজদের থেকেও এগিয়ে আছেন নেহা। এমনটাই বলছে নেহার শেয়ার করা এক সমীক্ষার রিপোর্ট।
নেহা কক্কর সম্প্রতি শেয়ার করেছেন এগজ্যাক্টস চার্ট নামক এক সংস্থার দ্বারা প্রকাশিত এক তালিকা। যেখানে দেখানো হয়েছে, ২০১৯ সালে ইউটিউব ভিউ-এর নিরিখে কোন কোন গায়িকা শীর্ষ দশে আছেন। সেখানেই দাবি করা হয়েছে, বিশ্বের নামজাদা গায়িকাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন নেহা।
তথ্য বলছে, বছরে নেহার নাম করে ইউটিউবে সার্চ ও ভিউ হয়েছে ৪.৫ বিলিয়ন বার যেখানে প্রখ্যাত শিল্পী সেলেনা গোমেজের ভিউ ২.৫ বিলিয়ন। নিকি মিনাজের ভিউ বছরে ২.৯ বিলিয়ন। বিলি এইলিশকে ইউটিউবে শ্রোতারা শুনেছেন ৩.২ বিলিয়ন বার। দেখে নিন নীচের তালিকা।
কার্ডি বি নেহাকেও ছাড়িয়ে গিয়েছেন ইউটিউব জনপ্রিয়তার নিরিখে। গত বছর তাঁকে শোনা হয়েছে নেহার থেকেও বেশি বার। এই তালিকা ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, এর থেকে আনন্দের আর কীই বা হতে পারে...জয় মাতা দি...আপনার নেহু #NehaKakkar
নেহাকে শেষ দেখা গিয়েছিল ইন্ডিয়ান আইডল ১১-এ উপস্থাপনা করতে। শো-হোস্ট আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর রসায়ন একসময় পেজ থ্রি-র চর্চার বিষয় হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের খবরও। যদিও নেহা বা আদিত্য, কেউই এই জল্পনায় সায় দেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement