Robbery: ডাকাতের খপ্পরে নেহা কক্করের স্বামী, খোওয়ালেন মূল্যবান দ্রব্য
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শনিবার হোটেলের ঘর থেকে জনপ্রিয় গায়িকা নেহা কক্করের (Neha Kakkar) স্বামী রোহনপ্রীত সিংহের একাধিক মূল্যবান দ্রব্য ডাকাতি হয়ে গিয়েছে।
মুম্বই: জনপ্রিয় গায়িকা নেহা কক্করের (Neha Kakkar) স্বামী রোহনপ্রীত সিংহ (Rohanpreet Singh) পড়লেন ডাকাতের খপ্পরে। হোটেলের ঘর থেকে উধাও হল একাধিক মূল্যবান জিনিসপত্র। হিমাচল প্রদেশে ছুটি কাটানোর সময় এমন কাণ্ড ঘটেছে তাঁর সঙ্গে, জানা গিয়েছে এমনটাই।
একাধিক মূল্যবান দ্রব্য খোওয়ালেন নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিংহ-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শনিবার হোটেলের ঘর থেকে জনপ্রিয় গায়িকা নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিংহের একাধিক মূল্যবান দ্রব্য ডাকাতি হয়ে গিয়েছে। এক পুলিশ কর্মী এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, একটি হিরের আংটি, একটি আইফোন, একটি অ্যাপেল ওয়াচ এবং আরও বেশ কিছু মূল্যবান দ্রব্য চুরি হয়ে গিয়েছে তাঁর।
সংবাদ সংস্থা এএনআইকে মান্ডির সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন যে, পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংহের নগদ সহ একাধিক মূল্যবান দ্রব্য ডাকাতি হয়েছে হোটেলের ঘর থেকে। মান্ডির যে হোটেলে তিনি উঠেচিলেন, সেখানেই ঘটেছে এই কাণ্ড।
আরও পড়ুন - Happy Birthday Madhuri Dixit: যে তারকাদের সঙ্গে মাধুরী দীক্ষিতের সম্পর্কের গুঞ্জন রটে
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে গুঞ্জন রটে যে মা হতে চলেছেন নেহা কক্কর। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেখানে নেহা কক্করের বেবি বাম্পের ছবি দেখা যাচ্ছে। অনুরাগীরা গায়িকার মা হতে চলার খবরে নানা পোস্টও করে ফেলেছেন। নেহা কক্করের সোশ্য়াল মিডিয়াতেও অনুরাগীরা কবে গুড নিউজ আসছে, তা জানতে চেয়েও কমেন্ট করে ফেলেছেন। তবে পরে সত্যিটা খোলসা করেন গায়িকা এবং তাঁর স্বামী। 'লাইফ অফ কক্করস' সিরিজের এপিসোড শুরু হচ্ছে, যেখানে টোনি কক্করকে দেখা যাচ্ছে একটি শপিং মলে গিয়ে বাচ্চাদের খেলনা কিনতে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, 'টোনি কক্কর বন গয়া মামা'। পরের দৃশ্যেই দেখা যাচ্ছে নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিংহকে তাঁর মা ফোনে বকাবকি করছেন, কেন তিনি নেহার মা হওয়ার সুখবর দেননি সেই নিয়ে কথা বলতে দেখা যায়। যদিও ভিডিওর একেবারে শেষে গিয়ে নেহা কক্করের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, গায়িকা এই মুহূর্তে মা হতে যাচ্ছেন না বা তিনি এখন অন্তঃসত্ত্বা নন। বরং পছন্দের খাবার অতিরিক্ত খেয়ে ফেলার কারণেই তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি নেহা কক্কর এবং তাঁর স্বামীও জানান যে, সন্তানের পরিকল্পনা তাঁরা আরও ২ থেকে ৩ বছর পর করবেন। এই মুহূর্তে তাঁদের জীবনে অনেক কিছু করার রয়েছে।