Netflix Films: একগুচ্ছ সিনেমা মুছে ফেলছে নেটফ্লিক্স, 'গ্যাংস অফ ওয়াসেপুর' সহ তালিকায় রয়েছে আর কী কী?
Gangs of Wasseypur: খুব তাড়াতাড়িই এই সিনেমাগুলোকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেবে নেটফ্লিক্স

কলকাতা: আপনি কি ওটিটিতে সিনেমা দেখতে ভালবাসেন? ছুটির দিন মানেই কি আপনার কাছে 'নেটফ্লিক্স অ্যান্ড চিল'? তাহলে সতর্ক হয়ে যান। কারণ এখনও পর্যন্ত যদি আপনি এই সিনেমাগুলো না দেখে থাকেন, তাহলে আর দেখতেই পাবেন না! কারণ একগুচ্ছ ছবি নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স। সেগুলো সরিয়ে নেওয়ার একাধিক কারণ রয়েছে। কিন্তু বেশ কিছু ছবি নেটফ্লিক্স আর নিজেদের প্ল্যাটফর্মে রাখবে না। তালিকায় বলিউড সিনেমা থেকে শুরু করে রয়েছে, হলিউড সিনেমাও। যদি আপনি এখনও পর্যন্ত এই সিনেমাগুলি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে ফেলতে পারেন। কারণ খুব তাড়াতাড়িই এই সিনেমাগুলোকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেবে নেটফ্লিক্স। তালিকায় রয়েছে কোন কোন সিনেমা? দেখে নেওয়া যাক।
'রেড আই' Red Eye (2005)
আপনি যদি থ্রিলার এবং সাসপেন্সে ভরপুর সিনেমার অনুরাগী হন, তাহলে 'রেড আই' সিনেমাটি আপনার পছন্দের তালিকায় অবশ্যই যোগ করা উচিত। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন ওয়েস ক্রেভেন। সিনেমার গল্প একটি ফ্লাইটের ভ্রমণের সময় হওয়া একটি দুর্ঘটনা নিয়ে। এই সিনেমায় আপনি থ্রিল, হরর, অ্যাকশন এবং ড্রামার সম্পূর্ণ একটা প্য়াকেজ পাবেন। সিনেমাটি না দেখে থাকলে এখনও দেখে ফেলতে পারেন।
'ইটারনাল সানসাইন অফ দ্য স্পটলেস মাইন্ড' Eternal Sunshine of the Spotless Mind (2004)
রোমান্স এবং আবেগপূর্ণ এই সিনেমাটি আপনার মনকে নাড়ি দিয়ে যাবেই। এই সিনেমায় আপনি এক ভিন্ন ধরনের ভালোবাসার গল্প দেখতে পাবেন। সিনেমাটি পরিচালনা করেছেন মিশেল গন্ড্রি এবং লিখেছেন চার্লি কফম্যান। এই সিনেমায় জিম ক্যারি এবং কেট উইন্সলেটের রসায়ন আপনার মন জয় করে নেবেই।
গ্যাংস অফ ওয়াসেপুর (Gangs of Wasseypur)
বলিউডের একটি অত্যান্ত জনপ্রিয় সিনেমা এই 'গ্যাংস অফ ওয়াসেপুর'। এই সিনেমায় যেমন আবেগ রয়েছে, তেমনই রয়েছে মারকাটারি অ্যাকশন। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমাটি গ্যাংওয়ারের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমায় মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি-র মতো অনেক অভিনেতার দুর্দান্ত অভিনয় দেখতে পাওয়া যায়। এই সিনেমাটি না দেখে থাকলে, এখনই দেখে নিতে পারেন কারণ এই সিনেমাটি নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হবে।
অ্যামেরিকান বিউটি American Beauty (1999)
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি একটি মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা দেখায়। এই সিনেমায় কমেডি এবং ড্রামার ছড়াছড়ি, যা স্যাম মেন্ডেস পরিচালনা করেছেন। এই সিনেমায় কেভিন স্পেসি, মেনা সুভারি, থোরা বার্চ-এর মতো অসাধারণ অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।





















